শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

প্রতিনিধি
মানিকগঞ্জ
আপডেট : ০২ জুলাই ২০২৫, ২১: ০০
Thumbnail image
ফাইল ছবি

মানিকগঞ্জে এক তরুণীকে জোরপূর্বক মদ্যপান করিয়ে ধর্ষণ এবং অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে ছত্তার মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভুক্তভোগী তরুণীর দুলাভাই।

বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে শহরের শহীদ স্মরণী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।

এর আগে গত ১৯ জুন সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই তরুণী। লিখিত অভিযোগে তিনি জানান, ছত্তার মিয়া তার দুলাভাই এবং তাঁর স্ত্রী রুনা আক্তার (৩০) ভুক্তভোগীর বড় বোন। ২০২৪ সালের ২৫ নভেম্বর ছত্তার মিয়া ফোন করে জানান তাঁর স্ত্রী গর্ভবতী এবং এ উপলক্ষে ভুক্তভোগীকে তাঁদের বাসায় আমন্ত্রণ জানান। ওইদিন দুপুরে তরুণী সেখানে গেলে কয়েক দিন পর, ১৬ ডিসেম্বর রাতে ছত্তার, তাঁর স্ত্রী রুনা এবং ছত্তারের আরেক স্ত্রী সোনিয়া মিলে তাকে জোরপূর্বক মদ খাইয়ে অচেতন করে ফেলে।

পরদিন সকালে জ্ঞান ফেরার পর তিনি নিজেকে ছত্তার মিয়ার পাশে অর্ধনগ্ন অবস্থায় দেখতে পান। এতে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বুঝতে পারেন।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার কিছুদিন পর ছত্তার মিয়া মোবাইলে ধারণ করা অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার তাকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ, ১৮ জুন রাত ৮টার দিকে ‘কাঠ গোলাপ’ নামে একটি ফেসবুক আইডি থেকে তাঁর কিছু ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া হয়।

ঘটনার পর পরই ভুক্তভোগী থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে ওসি এসএম আমান উল্লাহ প্রথম আলোকে বলেন, “ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় প্রধান আসামি ছত্তার মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ধর্ষণ নিয়ে আরও পড়ুন

পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় জুয়ার ব্যবসা চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় দুই লক্ষ ১৩ হাজার ৭৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্ট ফোন জব্দ করা হয়

১২ ঘণ্টা আগে

রোববার (১৭ আগস্ট ) রাত আনুমানিক ৯ টায় নরসিংদী জেলা ডিবি পুলিশ রায়পুরা থানার শীর্ষ সন্ত্রাসী তৈয়বকে গ্রেফতার করে

১৩ ঘণ্টা আগে

তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে স্বর্ণ নিয়ে আসে। এছাড়া দীর্ঘদিন ধরে তারা বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছে

১৪ ঘণ্টা আগে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে