পঞ্চগড়ে দেড় শতকোটি টাকার সুপারি বেচাকেনা

Thumbnail image
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে প্রতিটি কৃষকের বাড়িতে সুপারির গাছ লাগানোসহ এখন বাণিজ্যিক ভিত্তিতে বাগান আকারে সুপারি চাষ করা হচ্ছে। এবারে সুপারির ফলনও হয়েছে ভালো,বাজারে সুপারির দামও ভালো। এবছর সুপারি বিক্রি করে চাষি ও বাগান মালিকরা বেশ লাভবান হচ্ছেন।

এখানকার সুপারি আকারে বড় এবং পুষ্টি সমৃদ্ধ। পঞ্চগড়ের উৎপাদিত সুপারি জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সুপারির হাটগুলোতে জমে উঠেছে কেনা-বেচা। বিভিন্ন জেলা থেকে ব্যাপারীর এসে এখান থেকে সুপারি কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে। পঞ্চগড় থেকে শত শত কাউন সুপারি চলে যাচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

পঞ্চগড়ে সুপারি বিক্রি হয় পাট অথবা কাউন হিসেবে। ৮০ পিস সুপারি এক পণ, আবার ১৬ পন সুপারি এক কাউন ধরা হয়। পঞ্চগড় সদর উপজেলার টুনির হাট,বোদা উপজেলার বোদা বাজার এবং দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ হাট। এই তিনটি হাটে সুপারির ব্যাপক আমদানি হয়। এছাড়াও জেলার বিভিন্ন হাট-বাজারে সুপারি বেচা-কেনা হয়ে থাকে। এসকল বাজার গুলোতে প্রতি পণ সুপারি আকার ভেদে ৬শ থেকে ৭শ টাকা দরে বিক্রি হচ্ছে। এই মৌসুমে জেলায় প্রায় দেড় শতকোটি টাকার সুপারি বেচাকেনা হবে আশা করা হচ্ছে। এখন চলছে সুপারির মৌসুম।

bb9d29c6-f852-473f-81c2-b16724a30271

পঞ্চগড়ে বাঙালি ঐতিহ্যের সঙ্গে মিশে আছে পান-সুপারির খাওয়ার অভ্যাস। বিশেষ করে এই অঞ্চলের শহর কিংবা গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে অতিথি আপ্যায়নের অনুষঙ্গ হিসেবে থাকে পান-সুপারি। বাড়িতে মেহমান এলে কাঁসার তৈরি পানের বাটায় পান, সুপারি, তামাক জর্দা, চুন সাজিয়ে দেয়া হয় মেহমানের সামনে। পান খেতে খেতে চলে খোশগল্প। পান রশিকদের জন্য রাজশাহীর পান আর পঞ্চগড়ের সুপারীর কদর রয়েছে আলাদাভাবে।

পঞ্চগড়ের মানুষের আদি ঐতিহ্য সুপারির বাগান। অনেক সুপারি বাগান মালিক আবার সুপারির গাছে পান চাষ করে থাকেন। সুপারি বাগানে আলাদা করে পরিচর্যা করতে হয় না। খড়া বেশী হলে সুপারি গাছে মড়ক ধরে তখন বাগান মালিক বা সুপারি চাষিরা বাগানে সেচ দিয়ে সুপারির গাছগুলো সতেজ রাখেন। জেলার বোদা উপজেলার বোসপাড়া গ্রামের সুপারি বাগান মালিক তছলিম উদ্দিন জানান, গত বছরের তুলনায় এ বছর সুপারির দাম দ্বিগুণ । যারা বাণিজ্যিকভাবে সুপারির বাগান করেছেন তাদের বাগানে বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ভালো পাওয়ায় এবারে সুপারি বিক্রি করে বেশ টাকা আয় হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দেশব্যাপী নিয়ে আরও পড়ুন

এ ঋণ হবে কর্মক্ষমতা-ভিত্তিক, যেখানে পূর্বনির্ধারিত পরিবেশগত ও টেকসই সূচক পূরণের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এনভয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে—কারখানার ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাস করা

৩ দিন আগে

প্রেসিডেন্ট ট্রাম্প যখন ২০১৭ সালে প্রথমবার ক্ষমতায় আসেন, সে সময় থেকেই চীন-যুক্তরাষ্ট্র শুল্ক লড়াই শুরু হয়। তখন থেকেই চীনা পোশাকের রপ্তানি কমতে থাকে। আগামীতে আরও কমবে। সেখানে বাংলাদেশ আরও ভালো করবে

৩ দিন আগে

বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা ধরে সারকারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। সেই গ্যাসের দাম হবে প্রতি ঘনমিটার ৪০ টাকা। এক লাফে ২৪ টাকা বাড়ানোর কারণ হিসেবে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণ কোম্পানিগুলো বলছে— নতুন গ্যাসের সংস্থান করতে হলে এলএনজি আমদানি করতে হবে

৩ দিন আগে

ছুটি শেষে ৫ অক্টোবর থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে

৫ দিন আগে