কিশোরগঞ্জে দুই মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

প্রতিনিধি
কিশোরগঞ্জ
Thumbnail image
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার কিশোরগঞ্জে বিক্ষোভ করেন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কিশোরগঞ্জে বিক্ষোভ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। আজ মঙ্গলবার সকালে শহরের শহীদ নজরুল ইসলাম চত্বরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও আব্দুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ৩০০ শিক্ষার্থী অংশ নেন।

বক্তারা বলেন, আমাদের আন্দোলন পুরো স্বাস্থ্য ব্যবস্থার জন্য। অনেকে এসএসসি পাস করে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ওষুধ দিচ্ছেন। অ্যান্টিবায়োটিক সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এর প্রভাবে মানুষ মারা যাচ্ছে। এমবিবিএস ডাক্তার কোনো ওষুধ লেখার আগে ওই ওষুধের গুণাগুণ এবং পার্শ্বপ্রতিক্রিয়া চিন্তা করেন।

এদিক দিয়ে ম্যাটস এবং ডিএমএফরা ওষুধ লেখার আগে গুণাগুণ এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে ধারণা না রেখেই লিখে দিচ্ছেন।

এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ নামের আগে ডা. লিখতে পারবে না বলে তারা জানান। অবিলম্বে এই ৫ দফা দাবি পূরণ করা না হলে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

বিক্ষোভ শেষে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে স্মারকলিপি জমা দেন তারা। সিভিল সার্জন না থাকায় স্মারকলিপি গ্রহণ করেন মেডিকেল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

উচ্চশিক্ষা নিয়ে আরও পড়ুন

সোমবার সকাল থেকে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিআরআইইউ কম্পিউটার ক্লাবের আয়োজনে প্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের জন্য তিন দিনব্যাপী “CS Feast 2.0” বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

১০ দিন আগে

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের অর্জনের স্বীকৃতিস্বরূপ, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

১৩ দিন আগে

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৩ ডিসেম্বর। মনোনয়পত্র প্রত্যাহার ০৪, ০৭ ও ০৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থীর তালিকা প্রকাশ ০৯ ডিসেম্বর

১৫ দিন আগে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে

১৭ দিন আগে