সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে যাচ্ছে। একই সঙ্গে চলতি সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রমও শেষ করা হবে বলে জানিয়েছে ইসি।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০ অক্টোবরের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের কথা ছিল। তবে তা বিলম্ব হওয়ায় কারণ জানতে চাইলে আখতার আহমেদ বলেন, 

‘ভোটকেন্দ্রের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল, সেগুলো সম্পন্ন করা হয়েছে। আজ (সোমবার) সকালে ব্রিফ করে তালিকা প্রকাশ করা হবে।’

রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সব কিছু শতভাগ সময়মতো করা সম্ভব নয়। কিছু জায়গায় পরিস্থিতি অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কিছু বিষয় সম্পন্ন হয়েছে, কিছু বিষয় অপেক্ষায় আছে, আবার কিছু বিষয়ে আরও একটু সময় লাগবে।’

তিনি আরও যোগ করেন, ‘সব কাজ সময়, দিনক্ষণ বা তারিখ ধরে করা সম্ভব নয়। তবে আতঙ্কিত বা দুশ্চিন্তার কিছু নেই।’

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে ইসি সচিব বলেন, ‘মাঠপর্যায় থেকে কিছু অতিরিক্ত তথ্য এসেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে। আশা করছি, এ সপ্তাহের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে পারব।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক বরাদ্দ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতীকের বিষয়টি পরে জানানো হবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ ছিলেন, তারা ১৫ বছরের অভিজ্ঞতা ও সংগ্রামের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারা একসঙ্গে আন্দোলন করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে নির্দেশনা দেবেন

১১ মিনিট আগে

তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন

১ ঘণ্টা আগে

নিহতের পরিবারকে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে

২ ঘণ্টা আগে

৬ নভেম্বর আমরা পোস্টাল ব্যালটের অ্যাপ লঞ্চ করবো। পোস্টাল ব্যালটে নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তারা ভোট দেবেন। আপনাদের বাড়ির ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছে যাবে

২ ঘণ্টা আগে