ভারতের মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বাংলাদেশের

মুর্শিদাবাদে সহিংসতায় জড়ানোর অভিযোগে প্রতিবাদ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে প্রতিবেশী দেশ ভারতের সংখ্যালঘু মুসলিমদের জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, "মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশকে দায়ী করার যেকোনো প্রচেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।"

তিনি আরও বলেন, "বাংলাদেশ সরকার ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলা ও তাঁদের জানমালের নিরাপত্তাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানায়।"

শফিকুল আলম ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে উদ্দেশ করে বলেন, "আমরা আশা করি, সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।"

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াক্‌ফ আইনের বিরোধিতায় বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর মালদহ, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিসহ একাধিক জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদকারীরা বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেন, ইটপাটকেল ছুড়েন এবং প্রধান সড়ক অবরোধ করে রাখেন।

বিশ্লেষকদের মতে, ভারতীয় প্রশাসনের উদাসীনতা এবং ধর্মীয় সংবেদনশীল বিষয়গুলোতে কার্যকর ভূমিকা না নেওয়াই এই উত্তেজনার জন্য অনেকাংশে দায়ী। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের এমন অবস্থান কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ঢাকা বারবারই প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে এসেছে। তবে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা সবার দায়িত্ব বলেই মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার।

প্রতিবেদনের শেষাংশে শফিকুল আলম বলেন, “আমরা আশা করি, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মূল্যবোধকে সামনে রেখে ভারত সরকার পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল করার উদ্যোগ নেবে।”

এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে "জাতীয় জীন ব্যাংক স্থাপন প্রকল্পের নামে ৫শ কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনার অধীনে গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি গত ৫ বছরেও এই প্রকল্প শেষ করতে পারেনি

১০ ঘণ্টা আগে

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকার নেবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছে।

২ দিন আগে

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনের বিলম্বের কোনো কারণ নেই এবং সরকার নির্বাচনের আয়োজন নিয়ে সম্পূর্ণ বদ্ধপরিকর

২ দিন আগে

সরকার জানিয়েছে, আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত পরপর তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। কিন্তু বাস্তবে এমন পুলিশ সদস্য পাওয়া যাচ্ছে না, যিনি ওই তিন নির্বাচনের কোনো একটিতে দায়িত্ব পালন করেননি

২ দিন আগে