আমরা সবাই একসঙ্গে, সবসময় আপনাদের পাশে থাকবো: সেনাপ্রধান

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “এ দেশ সবার। এখানে কোনো জাতি, ধর্ম বা বর্ণের মধ্যে ভেদাভেদ থাকবে না। আমরা সবাই একসঙ্গে, সবসময় আপনাদের পাশে থাকবো।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ । এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশের ঐতিহ্য এবং সেই ঐতিহ্যকে এগিয়ে নিতে সশস্ত্র বাহিনী অঙ্গীকারবদ্ধ।

এর আগে সকালে ঢাকেশ্বরী মন্দিরে গীতাযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা। যেখানে সকল জীবের মঙ্গল কামনায় পূজা-অর্চনা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শত শত ভক্ত, পুরোহিত ও সাধারণ মানুষ। ভক্তরা জানান, জন্মাষ্টমী মানেই শুধু উৎসব নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠার প্রতীক।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

র‍্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

১ ঘণ্টা আগে

গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি

১ ঘণ্টা আগে

গত মে ও জুন মাসে রাজস্ব খাতে যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। ২৮ ও ২৯ জুন সারা দেশে কাজ বন্ধ করে দেন তারা। এরপর ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করেন তারা। এরপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়

২ ঘণ্টা আগে

ওই সম্পত্তি অধিগ্রহণ ও বরাদ্দ দেওয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে ধানমন্ডির ওই বাড়িটির প্রায় ৩০০ কোটি দামের পরিত্যক্ত সম্পত্তি জনগণের জন্য কেন সংরক্ষণ করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে

৩ ঘণ্টা আগে