সন্ত্রাসবিষয়ক তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করবে বাংলাদেশ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার বাংলাদেশিদের বিরুদ্ধে তদন্তে দেশটির সরকারকে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “যেকোনো ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ এবং এক্ষেত্রে মালয়েশিয়ার কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত আছে।”

গত সপ্তাহে মালয়েশিয়ান সরকার জানায়, সম্প্রতি সন্ত্রাসবিরোধী নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে একটি চরমপন্থী উগ্রবাদী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এই ঘটনার পরপরই কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেফতারকৃতদের পরিচয় এবং অভিযোগসংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ান আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বা তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিবৃতিতে বাংলাদেশ সরকার জানায়, এ ঘটনাপ্রবাহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছে। বাংলাদেশ হাইকমিশন প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও জোর দিয়ে জানিয়েছে যে, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এই বিষয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ দরকার। দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন– কোনোটাই যথাযথভাবে করা যাবে না।

৪ ঘণ্টা আগে

সালাম তালুকদার ছিলেন ১৯৫২ সালের ভাষাসৈনিক। ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলনরত চারদলীয় ঐক্যজোটের রূপকার ও সফলতার সাথে চারদলীয় লিয়াজোঁ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সালাম তালুকদার দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা সংযোজন করেন

৬ ঘণ্টা আগে

গত ১ জুন এই গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের অনুমতি চেয়ে করা আবেদন (লিভ টু আপিল) মঞ্জুর করেন আপিল বিভাগ। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করে

৭ ঘণ্টা আগে

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের করাচির মশরুর বিমানঘাঁটি থেকে টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিতে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু ভারতীয় সীমান্তের কাছে থাট্টায় সেই বিমান বিধ্বস্ত হয়

৭ ঘণ্টা আগে