নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেটের আইকন সাকিব আল হাসানের মতো একজন জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্বের আওয়ামী লীগের মতো ‘গুম-খুনে জড়িত স্বৈরাচারী’ দলে যোগ দেওয়া কখনোই সমীচীন হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, "কোনো সভ্য দেশে এমন নজির মেলে না। আমরা দেখেছি ২০১২ সালে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। এরকম অসংখ্য মানুষ নিখোঁজ, গুম ও খুনের শিকার হয়েছে আওয়ামী লীগের সময়ে। এসব জেনেও যদি কেউ সে দলে যোগ দেন, সেটা জনমনে প্রশ্ন তো তুলবেই। মানুষ তা মেনে নিতে পারছে না।"
আওয়ামী লীগকে ‘নিকৃষ্ট’ রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, “তাদের হাতে রক্ত লেগে আছে। তিন-চার হাজার ছেলে-মেয়েকে তারা খুন করেছে। এই দলে এমন একজন নেতাও নেই, যিনি খুনের অভিযোগে অভিযুক্ত নন।”
রাজনৈতিক দলভুক্তি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “রাজনীতি করা প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার। তবে সেটি করার আগে বিবেচনা করা উচিত, আপনি কোন আদর্শ বা চেতনার সঙ্গে নিজেকে যুক্ত করছেন। আপনি কি সচেতনভাবে কোনো জঙ্গি বা খুনির দলে যোগ দিতে পারেন?”
তিনি বলেন, “সাকিবের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটারের কাছ থেকে মানুষ আরও সংবেদনশীল অবস্থান আশা করেছিল।”
এদিন মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন প্রেস সচিব। তিনি বলেন, “এখানে এসে যা দেখলাম, তাতে মনে হচ্ছে মাগুরা মেডিকেল কলেজ ভালোভাবেই পরিচালিত হচ্ছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন, আপাতত এই কলেজটিকে মার্জ করার কোনো পরিকল্পনা নেই।”
মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরাও প্রেস সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিভিন্ন দাবি ও প্রয়োজনীয়তার বিষয়ে অবহিত করেন।
বাংলাদেশ ক্রিকেটের আইকন সাকিব আল হাসানের মতো একজন জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্বের আওয়ামী লীগের মতো ‘গুম-খুনে জড়িত স্বৈরাচারী’ দলে যোগ দেওয়া কখনোই সমীচীন হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, "কোনো সভ্য দেশে এমন নজির মেলে না। আমরা দেখেছি ২০১২ সালে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। এরকম অসংখ্য মানুষ নিখোঁজ, গুম ও খুনের শিকার হয়েছে আওয়ামী লীগের সময়ে। এসব জেনেও যদি কেউ সে দলে যোগ দেন, সেটা জনমনে প্রশ্ন তো তুলবেই। মানুষ তা মেনে নিতে পারছে না।"
আওয়ামী লীগকে ‘নিকৃষ্ট’ রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, “তাদের হাতে রক্ত লেগে আছে। তিন-চার হাজার ছেলে-মেয়েকে তারা খুন করেছে। এই দলে এমন একজন নেতাও নেই, যিনি খুনের অভিযোগে অভিযুক্ত নন।”
রাজনৈতিক দলভুক্তি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “রাজনীতি করা প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার। তবে সেটি করার আগে বিবেচনা করা উচিত, আপনি কোন আদর্শ বা চেতনার সঙ্গে নিজেকে যুক্ত করছেন। আপনি কি সচেতনভাবে কোনো জঙ্গি বা খুনির দলে যোগ দিতে পারেন?”
তিনি বলেন, “সাকিবের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটারের কাছ থেকে মানুষ আরও সংবেদনশীল অবস্থান আশা করেছিল।”
এদিন মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন প্রেস সচিব। তিনি বলেন, “এখানে এসে যা দেখলাম, তাতে মনে হচ্ছে মাগুরা মেডিকেল কলেজ ভালোভাবেই পরিচালিত হচ্ছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন, আপাতত এই কলেজটিকে মার্জ করার কোনো পরিকল্পনা নেই।”
মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরাও প্রেস সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিভিন্ন দাবি ও প্রয়োজনীয়তার বিষয়ে অবহিত করেন।
দেশে পুনরায় স্বৈরশাসনের শেকড় যেন বিস্তার লাভ না করতে পারে, সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোর প্রতি অবিলম্বে অভিন্ন অবস্থানে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
৪ ঘণ্টা আগেএ বছর কোরবানির জন্য পশু আমদানি করা হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, অবৈধ পথে কোনওভাবেই গবাদি পশু প্রবেশ করতে দেওয়া হবে না। রোববার থেকেই গবাদি পশুর সকল রকমের অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে।
৫ ঘণ্টা আগেপররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। পেজটি পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত এই পেজ থেকে পোস্ট বা শেয়ার করা কোনো বার্তা বিশ্বাস না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগেরাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে চলতি বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবী।
৭ ঘণ্টা আগেদেশে পুনরায় স্বৈরশাসনের শেকড় যেন বিস্তার লাভ না করতে পারে, সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোর প্রতি অবিলম্বে অভিন্ন অবস্থানে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
এ বছর কোরবানির জন্য পশু আমদানি করা হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, অবৈধ পথে কোনওভাবেই গবাদি পশু প্রবেশ করতে দেওয়া হবে না। রোববার থেকেই গবাদি পশুর সকল রকমের অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। পেজটি পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত এই পেজ থেকে পোস্ট বা শেয়ার করা কোনো বার্তা বিশ্বাস না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে চলতি বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবী।