তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

দারিদ্র্য দূর করতে অর্থের নয় কর্মক্ষেত্রের প্রয়োজন, বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হবার আহ্বানও জানান তিনি।

বঙ্গোপসাগরীয় সাত দেশের অর্থনৈতিক জোট বিমসটেক সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

দুপুরে সুবর্নভূমি বিমানবন্দরে অবতরণের পর ব্যাংককে আইকোন সিয়ামে তরুণ উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত ইয়ং জেনারেশন ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

তিনি বলেন, তরুণরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, দেশ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে। তিনি তরুণদের উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নতুন পথ তৈরি করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উৎসাহিত করেন।

ড. ইউনূস তরুণদের প্রতি আহ্বান জানান যে, তারা যেন নিজেদেরকে ‘তিন-শূন্য ব্যক্তি’ হিসেবে গড়ে তোলেন, যাতে পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। তিনি বলেন, যদি আমরা সেবা দিতে চাই, তাহলে আমাদের তিনটি শূন্যের একটি নতুন সভ্যতার দিকে যেতে হবে। সেগুলো হলো- শূন্য কার্বন নির্গমন, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণ।

প্রফেসর ইউনূস বলেন, কার্বন নির্গমন, বর্জ্য উৎপাদন এবং সম্পদ কেন্দ্রীকরণের পুরোনো অর্থনৈতিক মডেল প্রয়োগ করে বিশ্ব একটি আত্মধ্বংসী সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে।

মানুষ অন্য কারও অধীনে কাজ করার জন্য জন্মগ্রহণ করেনি। বরং তারা উদ্যোক্তা হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে উল্লেখ করে, তিনি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার কথা মাথায় রাখতে বলেন। বর্তমান তরুণ প্রজন্মকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে অভিহিত করেন নোবেলজয়ী এ অর্থনীতিবিদ।

তিনি বলেন, 'টেকসই বিশ্বে জন্য সিস্টেমের পরিবর্তন করতে হবে। মানবাধিকারকে সামনে রেখে ব্যাংক ঋণ দিতে হবে। এই বিশ্ব বাচার জন্য নতুন সভ্যতা দরকার। চাকরি দাসত্ব পরিণত করে। একদিনে পৃথিবী বদলে দেয়া যায় না। নিজেকে পরিবর্তনের মাধ্যমে পৃথিবী বদলে দেয়া সম্ভব।'

সেবা দিয়ে বিশ্বকে বদলে দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা জানান, অর্থ উপার্জন জীবনের লক্ষ্য হতে পারে না।

পরে নতুন উদ্যোক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

একই সঙ্গে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

৪২ মিনিট আগে

মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ থাকলেও নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

১ ঘণ্টা আগে

গ্রাহক সেবা বাড়ানো ও হয়রানি বন্ধে খেয়াল রাখতে হবে

২ ঘণ্টা আগে

দেশে রোহিঙ্গা শরণার্থীরা প্রয়োজনীয় পরিষেবা হারানোর ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। বাংলাদেশ দক্ষিণ-পূর্ব উপকূলে ১৩ লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, যারা বিশ্বের বৃহত্তম শরণার্থী।

১৭ ঘণ্টা আগে