৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস, সরকারি ছুটি

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখতে ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে দিনটি ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে।

আজ বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি জানান, আগামী সোমবার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, ১ জুলাই থেকে আমাদের কর্মসূচি শুরু হবে। মূল অনুষ্ঠানগুলো হবে ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হবে জুলাইয়ের অনুভূতিকে ফিরিয়ে আনা। এর জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। আগামী সোমবার প্রেস উইং থেকে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এ সময় তথ্য সচিব মাহবুবা ফারজানা জানান, জুলাই ঘোষণাপত্র তৈরি করতে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ৫ আগস্টের আগেই জুলাই ঘোষণা পত্রের কাজ শেষ করবেন।

প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ছাত্র জনতার তীব্র গণ-আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এদিনই দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।

শেখ হাসিনা ও তার দলের শীর্ষ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকার নেবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছে।

১ দিন আগে

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনের বিলম্বের কোনো কারণ নেই এবং সরকার নির্বাচনের আয়োজন নিয়ে সম্পূর্ণ বদ্ধপরিকর

১ দিন আগে

সরকার জানিয়েছে, আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত পরপর তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। কিন্তু বাস্তবে এমন পুলিশ সদস্য পাওয়া যাচ্ছে না, যিনি ওই তিন নির্বাচনের কোনো একটিতে দায়িত্ব পালন করেননি

১ দিন আগে

ওষুধ প্রশাসন অধিদপ্তর দেশের সব উপজেলা সরকারি হাসপাতালে সাপের কামড়ের অ্যান্টিভেনম পর্যাপ্তভাবে সরবরাহ নিশ্চিত করতে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে

২ দিন আগে