‘টানাপড়েন কাটাতে সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগুতে চায় ঢাকা-দিল্লি’

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সম্পর্কে কিছু টানাপোড়েন থাকলেও ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে বাংলাদেশ ও ভারত সম্মত হয়েছে। টানাপড়েন কাটাতে সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগুতে চায় ঢাকা-দিল্লি। শিগগিরই ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের উদ্বেগ থাকলেও তাকে ফেরানোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। জোর দেওয়া হয়েছে ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকে।

তৌহিদ হোসেন বলেন, ‘এটা নিয়ে সেভাবে স্পেসিফিক কোনো আলোচনা হয়নি। আমরা ইন-জেনারেল সব কিছু নিয়ে আলোচনা করেছি। ঝুলিয়ে রাখার বিষয় না। এটা তো একটা স্বতন্ত্র ইস্যু যে, কোর্ট চেয়েছে তাকে। আমরা রিকোয়েস্ট করেছি। এর মানে তো এই না যে আমরা বাকি সবকিছু নিয়ে বসে থাকব।’

শেখ হাসিনাকে ফেরানোর ইস্যু না উঠলেও ওই বৈঠকে কথা হয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে। টানাপড়েন কাটাতে সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগুতে চায় ঢাকা-দিল্লি।

তৌহিদ হোসেন বলেন, ‘ব্যবসা মোটামুটি পিকআপ করেছে। দেখা যাচ্ছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে। এগুলো তো প্রত্যেকটাই ইনডিকেশন। কিছু টানাপড়েন এখনও রয়ে গেছে যেমন ভিসা নিয়ে কিছু সমস্যা এখনও আছে। কিন্তু দুপক্ষই আমরা মোটামুটি এ বিষয়ে একমত হয়েছি যে এগুলো সব দুর করে একটা গুড ওয়ার্কিং রিলেশনে আমাদের পৌঁছতে হবে। হয়ত ভারতের পররাষ্ট্র মন্ত্রীও এ ব্যাপারে এগোবেন, আমরাও এগোব।’

দুদেশের সমঝোতা অনুযায়ী, এ বছরই ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। আর তাতে যোগ দেওয়ার আমন্ত্রণও এস জয়শঙ্করকে দেয়া হয়েছে মাস্কাট বৈঠকে ফাঁকে।

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা বলেছি, আপনার আসার কথা ঢাকায়। আপনি যদি কোনো কনভিনিয়েন্ট সময়ে আসেন, আপনি সময় জানালে আমরা সে অনুযায়ী ব্যবস্থা করব। হি ওয়াজ পজিটিভ।’

এসময় বাংলাদেশে মার্কিন সহায়তা বন্ধ প্রসঙ্গে উপদেষ্টা জানান, চলমান পরিস্থিতিতে পর্যবেক্ষণ ছাড়া বিশেষ কিছু করার নেই।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অভিন্ন অবস্থান না থাকায় সরকার বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিজ উদ্যোগে সিদ্ধান্ত নিতে যাচ্ছে

২ ঘণ্টা আগে

চেক প্রদান করে প্রতারণা বা অনিচ্ছাকৃতভাবে ‘চেক ডিজঅনার’ মামলায় জড়ানো বর্তমানে অনেকের জন্যই বাস্তব সমস্যা। তবে মামলার আসামি হওয়া মানেই অপরাধী হওয়া নয়—সঠিক আইনি পদক্ষেপ ও সতর্কতা অবলম্বন করলে আপনি নিজেকে রক্ষা করতে পারেন

২ ঘণ্টা আগে

খুলনা জেলা পরিষদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নথিপত্রের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি ফাইল উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান। এ ঘটনায় তিনি আজ (১০ নভেম্বর) খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ৮৪০) করেছেন।

৩ ঘণ্টা আগে

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে "জাতীয় জীন ব্যাংক স্থাপন প্রকল্পের নামে ৫শ কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনার অধীনে গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি গত ৫ বছরেও এই প্রকল্প শেষ করতে পারেনি

২০ ঘণ্টা আগে