পটিয়া থানার ওসিকে প্রত্যাহার

প্রতিনিধি
চট্টগ্রাম
Thumbnail image
আবু জায়েদ মো. নাজমুন নূর | ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আন্দোলনের মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে (জায়েদ নূর) প্রত্যাহার করা হয়েছে।

বুধবার রাতে তাকে প্রত্যাহার করে চট্টগ্রামের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ। তবে এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।

এর আগে বুধবার চট্টগ্রামে পটিয়া থানার ওসিকে অপসারণের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৯ ঘণ্টা অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতা-কর্মীরা। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পটিয়ার ইন্দ্রপুল এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন সংগঠনের নেতা-কর্মীরা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই দাবিতে চট্টগ্রাম শহরে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে জাকির হোসেন সড়কেও বেলা ৩টা থেকে বিকেল পৌনে ৬টা পর্যন্ত অবরোধ করেন নেতা-কর্মীরা। পরে রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

এর আগে গত মঙ্গলবার রাতে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে রাঙ্গামাটি ছাত্রলীগের দীপঙ্কর দে নামের এক কর্মীকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। পরে তাঁকে পটিয়া থানায় নিয়ে যাওয়া হয়। তবে তাঁর নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাঁকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানায়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকার নেবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছে।

১ দিন আগে

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনের বিলম্বের কোনো কারণ নেই এবং সরকার নির্বাচনের আয়োজন নিয়ে সম্পূর্ণ বদ্ধপরিকর

১ দিন আগে

সরকার জানিয়েছে, আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত পরপর তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। কিন্তু বাস্তবে এমন পুলিশ সদস্য পাওয়া যাচ্ছে না, যিনি ওই তিন নির্বাচনের কোনো একটিতে দায়িত্ব পালন করেননি

১ দিন আগে

ওষুধ প্রশাসন অধিদপ্তর দেশের সব উপজেলা সরকারি হাসপাতালে সাপের কামড়ের অ্যান্টিভেনম পর্যাপ্তভাবে সরবরাহ নিশ্চিত করতে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে

২ দিন আগে