আইসিটি আইনে বিচার করা মানে হাত-পা বেঁধে সাঁতার কাটতে বলা: শেখ হাসিনার আইনজীবী

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

আইসিটি আইনে বিচার করা মানে আসামিকে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়ে সাঁতার কাটতে বলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে অনেক সীমাবদ্ধতা রয়েছে—তাই এ আইনে আসামিদের বিচার প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আলোচিত এ মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিনে তিনি এ কথা বলেন।

এর আগে প্রসিকিউশনের পক্ষ থেকে ৫ দিন যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

আজকে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আমির হোসেন বলেন, ‘রাষ্ট্র চালাতে গেলে কিছু ভুলত্রুটি হতে পারে, কিন্তু প্রসিকিউটশন শুধু বিগত সরকারের খারাপটাই দেখেছেন, ভালো দেখে নাই।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সিআরপিসি (ফৌজদারি দণ্ডবিধি) এবং এভিডেন্স অ্যাক্ট (সাক্ষ্য আইন) ফলো করা হয় না। এই আইনে পত্রিকার নিউজ গ্রহণ করা হয়, অথচ অন্য আদালতে এসব নিউজ গ্রহণ করা হয় না। এই বিচার করা মানে হাত-পা বেঁধে সাঁতার কাটতে বলা।’

আমির হোসেন আরও বলেন, ‘প্রসিকিউশনের দাবি জুলাই আন্দোলন চলাকালে সারা দেশে ৫২ জেলায় ব্যাপক মাত্রায় অপরাধ সংগঠিত হয়েছে। কিন্তু মামলায় ১৫-২০টি জেলার সাক্ষীদের সাক্ষ্য নেয়া হয়েছে। এতে ব্যাপক মাত্রায় হত্যাযজ্ঞ প্রমাণ হয় না।

আসামিদের খালাস প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে যেসব চার্জ (অভিযোগ) আনা হয়েছে, এগুলো সঠিক নয়। আমার অভিমত, সাক্ষ্য-প্রমাণে প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়নি। যেহেতু সাক্ষ্য-প্রমাণে তা প্রমাণ হয়নি, সেহেতু আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের খালাস প্রত্যাশা করি।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আইন-বিচার নিয়ে আরও পড়ুন

এর মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না, নিজ দলের প্রতীকে ভোট করতে হবে

২৭ মিনিট আগে

এদের মধ্যে ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে পুলিশ সদর দপ্তরের মানবসম্পদ বিভাগ প্রণীত ৯টি প্রশিক্ষণ মডিউল অনুযায়ী বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

৩৬ মিনিট আগে

প্রথমবারের মত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত থাকবেন, তারা ডাকযোগে ভোট দিতে পারবেন

২১ ঘণ্টা আগে

সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা ৪৪তম বিসিএসের সম্পূরক ফল সোমবারের (৩ নভেম্বর) মধ্যেই প্রকাশের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, পিএসসি ইচ্ছাকৃতভাবে ফল প্রকাশে বিলম্ব করছে

১ দিন আগে