রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

প্রতিনিধি
Thumbnail image
ফাইল ছবি

আগামী শুক্রবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আশ্রয়শিবির পরিদর্শন এবং একাধিক বৈঠক শেষে সন্ধ্যায় শতাধিক রোহিঙ্গাকে নিয়ে ইফতার করবেন দুজন। জাতিসংঘ মহাসচিব এর আগেও কয়েকবার আশ্রয়শিবির পরিদর্শন করেছেন। তবে রোহিঙ্গা আশ্রয়শিবিরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এটিই প্রথম সফর।

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ইতোমধ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সফরসূচি অনুযায়ী, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী রোববার দুপুর ১২টায় বিশেষ হেলিকপ্টারে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সড়কপথে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

অন্যদিকে, অধ্যাপক মুহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিবের সঙ্গে রোহিঙ্গাদের ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

জাতিসংঘের মহাসচিবের এই সফরের শিরোনাম দেওয়া হয়েছে ‘রামাদান সলিডারিটি ভিজিট’। মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে তিনি এই সফরে রোজা রাখবেন। এর আগে, গত বছর তিনি মিসর ও জর্ডানে রমজান মাসে সফর করেছিলেন এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আন্তোনিও গুতেরেস সড়কপথে কক্সবাজার ফিরে আসবেন এবং রাত সাড়ে ৮টায় বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন। এটি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশে দ্বিতীয় সফর।

এর আগে, ২০২৩ সালে তিনি রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ সফর করেছিলেন।

২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করা আন্তোনিও গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

৫০ বছর আগে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরেও দৃঢ় হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমে বিকশিত হয়েছে এবং সহযোগিতা ফলপ্রসূ ফলাফল এনেছে, যা উদযাপনের যোগ্য

১০ ঘণ্টা আগে

মহামতি গৌতম বুদ্ধ আজীবন মানুষের কল্যাণে এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে আদর্শ সমাজ গঠনই ছিল তার মূল লক্ষ্য। তাঁর আদর্শ মানবিকতা ও ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। তার অহিংস বাণী ও জীবপ্রেম আজও বিশ্বব্যাপী সমাদৃত

১০ ঘণ্টা আগে

অবশেষে ৭ দিন পর স্বনির্ভর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানিরা পেলেন জেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী। তবে কোন ধরনের সহযোগিতা পাননি খাগড়াছড়ির ক্ষমতাশালী অর্থ ভাণ্ডার প্রতিষ্ঠান জেলা পরিষদ থেকে।

১ দিন আগে

এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করে, যা প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে প্রতীক হিসেবে পছন্দের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইল ফোন উল্লেখ করা হয়; যা পরে পরিবর্তন (শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা) করা হয়

২ দিন আগে