নিজস্ব প্রতিবেদক
এবারের নির্বাচন আমি জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি। এই শেষ সুযোগে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই, এমন কথা বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এক ধারাবাহিক সংলাপে তিনি এ মন্তব্য করেন। এ সময় অন্য চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, দেশের জন্য কিছু করার সুযোগ হিসেবে এবারের নির্বাচনকে দেখছি। এজন্য একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে চাই। আর সেটা করতে হলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা একান্ত প্রয়োজন।
নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের উদ্দেশে তিনি বলেন, আজ আমরা শুনতে চাই তাদের কথা, যারা সরাসরি নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন। আপনারা জানেন, নির্বাচনের কোথায় সমস্যা হয়, কোথায় গ্যাপ রয়েছে। আপনাদের সুচিন্তিত মতামত বিবেচনায় নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
তিনি আরও জানান, এবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, সরকারি চাকরিজীবী ও হাজতিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থাও নেওয়া হয়েছে। সবার সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদের সময় প্রত্যন্ত অঞ্চলে ভোটদানে আগ্রহ বেড়েছে। একসময় নারী ও পুরুষ ভোটারের মধ্যে ৩০ লাখ পার্থক্য ছিল, সেটা এখন অনেকটাই কমে এসেছে। পোস্টাল ব্যালটের জন্য আমরা একটি মডেল তৈরি করেছি। এটি আইটি সাপোর্টেড হাইব্রিড পদ্ধতি, যাতে প্রবাসী, সরকারি চাকরিজীবী এবং কারাবন্দিরাও ভোট দিতে পারবেন।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোসহ নানামুখী চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হচ্ছে। আমরা এক বিশেষ ও সংকটময় সময়ের মধ্যে দায়িত্ব নিয়েছি। আমি এখন ৭৩ বছর বয়সী, জীবনে চাওয়ার কিছু নেই। এটাই আমার শেষ সুযোগ। তাই একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনই এখন আমার একমাত্র লক্ষ্য। এ জন্য জনগণের সর্বাত্মক সহযোগিতা দরকার, সবাইকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।
এবারের নির্বাচন আমি জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি। এই শেষ সুযোগে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই, এমন কথা বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এক ধারাবাহিক সংলাপে তিনি এ মন্তব্য করেন। এ সময় অন্য চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, দেশের জন্য কিছু করার সুযোগ হিসেবে এবারের নির্বাচনকে দেখছি। এজন্য একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে চাই। আর সেটা করতে হলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা একান্ত প্রয়োজন।
নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের উদ্দেশে তিনি বলেন, আজ আমরা শুনতে চাই তাদের কথা, যারা সরাসরি নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন। আপনারা জানেন, নির্বাচনের কোথায় সমস্যা হয়, কোথায় গ্যাপ রয়েছে। আপনাদের সুচিন্তিত মতামত বিবেচনায় নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
তিনি আরও জানান, এবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, সরকারি চাকরিজীবী ও হাজতিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থাও নেওয়া হয়েছে। সবার সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদের সময় প্রত্যন্ত অঞ্চলে ভোটদানে আগ্রহ বেড়েছে। একসময় নারী ও পুরুষ ভোটারের মধ্যে ৩০ লাখ পার্থক্য ছিল, সেটা এখন অনেকটাই কমে এসেছে। পোস্টাল ব্যালটের জন্য আমরা একটি মডেল তৈরি করেছি। এটি আইটি সাপোর্টেড হাইব্রিড পদ্ধতি, যাতে প্রবাসী, সরকারি চাকরিজীবী এবং কারাবন্দিরাও ভোট দিতে পারবেন।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোসহ নানামুখী চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হচ্ছে। আমরা এক বিশেষ ও সংকটময় সময়ের মধ্যে দায়িত্ব নিয়েছি। আমি এখন ৭৩ বছর বয়সী, জীবনে চাওয়ার কিছু নেই। এটাই আমার শেষ সুযোগ। তাই একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনই এখন আমার একমাত্র লক্ষ্য। এ জন্য জনগণের সর্বাত্মক সহযোগিতা দরকার, সবাইকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।
৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-এ ‘২০ সি’ নামে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে, যা কার্যকরভাবে অভিযুক্তদের নির্বাচনী ও সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করছে
১ ঘণ্টা আগেরাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়
১ ঘণ্টা আগেগত ৩০ জুন পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিমে মোট ৩ লাখ ৭৩ হাজার ৯৮৭ জন চাঁদাদাতা যুক্ত হয়েছেন। তাঁদের মাসিক চাঁদা এবং ২০২৩-২৪ অর্থবছরের প্রারম্ভিক স্থিতিসহ মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৪ টাকা। এ সময়ের জন্য মুনাফার মোট পরিমাণ হয়েছে ১৬ কোটি ৩৩ লাখ ৪ হাজার ২৩ টাকা
৪ ঘণ্টা আগেমানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে গত বছরের ২ অক্টোবর একটি অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল। সেটার ভিত্তিতে তদন্ত করছি
৪ ঘণ্টা আগে৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-এ ‘২০ সি’ নামে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে, যা কার্যকরভাবে অভিযুক্তদের নির্বাচনী ও সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করছে
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়
দেশের জন্য কিছু করার সুযোগ হিসেবে এবারের নির্বাচনকে দেখছি। এজন্য একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে চাই। আর সেটা করতে হলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা একান্ত প্রয়োজন
গত ৩০ জুন পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিমে মোট ৩ লাখ ৭৩ হাজার ৯৮৭ জন চাঁদাদাতা যুক্ত হয়েছেন। তাঁদের মাসিক চাঁদা এবং ২০২৩-২৪ অর্থবছরের প্রারম্ভিক স্থিতিসহ মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৪ টাকা। এ সময়ের জন্য মুনাফার মোট পরিমাণ হয়েছে ১৬ কোটি ৩৩ লাখ ৪ হাজার ২৩ টাকা