পিকনিক করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেলেন আওয়ামী লীগ নেতা

সাবেক পৌর কাউন্সিলর হায়দার

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image

কর্মী সমর্থকদের নিয়ে পিকনিকের আয়োজন করেছিলেন তিনি। সাজানো প্যান্ডেলে খাওয়া দাওয়াও করছিলেন তাঁরা। এমন সময় হাজির সৈয়দপুর থানা পুলিশের একটি দল। বিষয়টি আঁচ করতে পেরে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ও পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার (৫৬) দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে শহরের কাজীপাড়া হঠাৎ বস্তির পিছনে পুকুর পাড় নামক স্থান থেকে তাঁকে আটক করা হয়।

পরে গেল বছরের ৪ আগস্ট আওয়ামী সরকারের পতনে ছাত্র জনতার আন্দোলন চলাকালে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নিরীহ জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে গতকালই তাঁকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার পিকনিকের নামে তাঁর কর্মী সমর্থকদের সাথে মিলিত হন। এমন সংবাদ আসে পুলিশের কাছে। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ফইম উদ্দিন উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশ ও সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকনিকে আসা লোকজন দৌড়ে এদিক সেদিক পালিয়ে । সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দারও পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে একটি ধান খেত থেকে আটক করে।

পুলিশের অভিযানে সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নয়ন কুমার, থানার উপ পরিদর্শক আমিনুর রহমান, সোহরাব হোসেন, মেহেদি হাসান মারুফ, আব্দুল হামিদ, সুভাষ রায়সহ সঙ্গীয় ফোর্সরা অংশ নেন।

তবে মনোয়ার হোসেন হায়দারের পরিবারের দাবি ওই এলাকায় পুকুর লিজ নেওয়া উপলক্ষ্যে পরিবার ও আত্মীয়স্বজনকে নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না।

জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, পিকনিকের নামে আওয়ামী লীগ নেতা কাজী মনোয়ার হোসেন হায়দার কর্মী সমর্থকদের সাথে মিলিত হয়েছেন এমন সংবাদে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে গেল বছরের ৬ সেপ্টেম্বর থানায় সন্ত্রাস ও নাশকতার মামলায় সন্ধিগ্ধ৷ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। তিনি বলেন, সন্ত্রাস ও নাশকতা আইনে দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবেনা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আওয়ামী লীগ নিয়ে আরও পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা জীবনে মিথ্যা বলেনি, হারাম খায়নি৷ গত ১৫ বছরের ইতিহাস হলো সে সকল নিরাপরাধ আলেম-উলামাদের ধরে ধরে জেলে ভরা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে

১৪ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমাদের রাস্তায় নামতে হচ্ছে, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা। বিচার ও সংস্কারের জন্যই মানুষ রাস্তায় নেমেছিল।

১৫ ঘণ্টা আগে

আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

১৫ ঘণ্টা আগে

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগ নিষিদ্ধসহ সব দাবি পূরণ না করা হলে ঢাকাসহ সারা দেশ অচল করার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

১৬ ঘণ্টা আগে