সাবেক এমপি ও আওয়ামী লীগ সভাপতি সহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের সময় বকশীগঞ্জে ছাত্র মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগের সাবেক এমপি নুর মোহাম্মদসহ ৫৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক জেলা পরিষদ সদস্য এবং কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ২০০–৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়ের করেছেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন। এ বিষয়ে সোমবার (২৪ নভেম্বর) বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের জুলাইয়ে বকশীগঞ্জ পৌর শহরে সরকারবিরোধী ছাত্র মিছিল বের হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং বিসমিল্লাহ হোটেলে অগ্নিসংযোগ করেন। পরদিনও মিছিল ছত্রভঙ্গ করতে সহকারী কয়েকশো ব্যক্তি হামলা চালায়।

মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এমপি নুর মোহাম্মদ, তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, সহসভাপতি শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার, জেলা পরিষদের সাবেক সদস্য শিলা সারোয়ার, এবং আরও অনেকে।

ওসি জানান, মামলার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেফতার করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আওয়ামী লীগ নিয়ে আরও পড়ুন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যোগে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১২ ঘণ্টা আগে

শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন হজরত আলী। তিনি এর আগে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু প্রমোশন না হয়ে সেখানে তার বিশাল ডিমোশন হয়েছে। এতে সহজেই বুঝা যায় একজন রাজনৈতিক নেতা কতটা দেউলিয়া হলে জেলা বিএনপির আহ্বায়ক থেকে তিনি এ

১২ ঘণ্টা আগে

রাজশাহী সদর (রাজশাহী-২) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু সোমবার (১৫ ডিসেম্বর) রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মিনুর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন মহানগর বিএনপির নেতারা।

১৩ ঘণ্টা আগে

গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার সোমবার (১৫ ডিসেম্বর) গাজীপুরের টঙ্গীস্থ আহসান উল্লাহ ইসলামিক ফাউন্ডেশন ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে দাবি করেন, গাজীপুর-২ আসনের বর্তমান মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক।

১৪ ঘণ্টা আগে