নরসিংদীর আওয়ামী লীগ নেতারা কোথায়!

প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৯: ৪৭
Thumbnail image

জেলা আওয়ামী লীগের অধিকাংশ প্রভাবশালী নেতাকর্মীদের গত ০৫ আগস্টের পর প্রকাশ্যে আর দেখা যায়নি তাদের। চতুর্থ সারির কয়েকজন নেতাকর্মী জেলে থাকলেও অধিকাংশই দেশেই আছেন। তবে বেশ কয়েকজন দেশ ছেড়ে বিদেশেও পালিয়ে বেড়াচ্ছেন। হাতেগোনা কয়েকজন বিদেশে পালিয়ে থাকলেও অধিকাংশরা বসবাস করছেন আবার খোদ রাজধানীতেই। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা চলমান রয়েছে।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পিরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী সদর থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হীরু, পলাশ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আনোয়ার আশ্রাফ খান দিলিপ, শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য জহিরুল হক ভুঁইয়া মোহন, নরসিংদী পৌরসভার সাবেক দুই মেয়র কামরুজ্জামান কামরুল ও আমজাদ হোসেন বাচ্চু, পলাশ ঘোড়াশাল পৌরসভার প্রভাবশালী সাবেক মেয়র মোজাহিদুল ইসলাম তুষার ও মনোহরদী পৌরসভার সাবেক মেয়র আমীনুল ইসলাম সুজন বসবাস করছেন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায়। ডিওএইচএস, বসুন্ধরা আবাসিক এলাকা,গুলশান নিকেতন, উত্তরা ও ধানমন্ডি এলাকায় অধিকাংশ নেতা বসবাস করছেন বলে জানা গেছে। এরমধ্যে সাবেক এমপি নজরুল ইসলাম হীরু ও রাজিউদ্দিন আহম্মেদ রাজু তার ঢাকার নিজ বাসায়ই বসবাস করছেন বলে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

একটি রাজনৈতিক দল ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই তারা দীর্ঘ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও তাদের সাথে সেই রাজনৈতিক দলের অনেকের সাথে সুসম্পর্ক ছিল। ত্যাগী নেতা কর্মীদের অনেকেই দুঃখ প্রকাশ করে বলেন, সেই সম্পর্কের মূল্যায়ন করার ফলেই তারা এখন আর গ্রেফতার হচ্ছেন না।

এদিকে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল হক রিমন ৫ ই আগস্টের পর বিদেশ পালিয়ে গেছেন। বর্তমানে তিনি মালয়েশিয়া রয়েছেন বলে জানা গেছে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবরাজ শামীম নেওয়াজ স্ব-পরিবারে মালয়েশিয়াতে অবস্থান করছেন। সেখানে তিনি বীরদর্পে দোকান খুলে ব্যাবসা বাণিজ্য করছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও তার ভাই জাকারিয়াও ৫ তারিখের পরেই দেশত্যাগ করে মালয়েশিয়া চলে যান।

এদিকে ৫ ই আগস্টের পর নরসিংদীতে আওয়ামী লীগের তেমন কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে গোয়েন্দা সংস্থার সদস্য তৎপর থাকায় শহরে এমনটি হয়নি। তবে জেলার চরাঞ্চলে নিয়মিত আওয়ামীলীগের নেতাকর্মীদের হাত মার খাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। গোয়েন্দাদের বিভিন্ন তথ্য মতে দেশকে অস্থিতিশীল করে তুলতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে এমন শংকায় রয়েছেন তারা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আওয়ামী লীগ নিয়ে আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)

১ দিন আগে

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও রূপসা উপজেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ চলাকালে যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি পারভেজ মল্লিককে অবরুদ্ধ রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল

১ দিন আগে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই

১ দিন আগে

সম্প্রতি শামীম তালুকদার, দুলাল উদ্দিন ও মুর্শেদ আলম সরিষাবাড়ী থানায় পৃথক কয়েকটি সাধারন ডায়েরী করেন। সেই সাথে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি

১ দিন আগে