ঝিনাইদহ ২ এ মনোনয়ন হোল্ড, তবু ৩১ দফা নিয়ে মাঠ কাঁপাচ্ছেন এ্যাডভোকেট মজিদ

প্রতিনিধি
ঝিনাইদহ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-২ আসনে বিএনপির মনোনয়ন আপাতত ‘হোল্ড’ ঘোষণা করা হলেও রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে আসনটি ‘হোল্ড’ রাখার ঘোষণা দিলেও প্রার্থীরা থেমে থাকেননি।

জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম. এ মজিদ ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে নির্বাচনী মাঠে তৎপর।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মজিদের পথে পথে গণসংযোগে সাধারণ মানুষের ঢল নামে। প্রত্যন্ত গ্রাম থেকে বাজারের মোড় পর্যন্ত নারী-পুরুষ, তরুণ-প্রবীণ, কৃষক-শ্রমিক ও রিকশাচালকরা তাকে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন। মজিদ স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার খোঁজ নেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

স্থানীয়রা একমত, দলের মনোনয়ন এবার এম. এ মজিদই পাবেন। সদর উপজেলার হাজারো মানুষের প্রত্যাশা তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাওয়া। ভোটাররা বলছেন, “মজিদ মানেই বিএনপির প্রাণ। তিনি আমাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। দল কাকে মনোনয়ন দিক, আমরা ধানের শীষেই ভোট দেব।”

মজিদের এই গণসংযোগ সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয়; এটি মানুষের আস্থা ও ভালোবাসার এক বিরল সমাবেশ। বিএনপির সংকটকালীন সময়ে সকল কর্মসূচি সফল করতে দৃশ্যমান ভূমিকা, নেতাকর্মীদের খোঁজ খবর রাখা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে মজিদ জননেতা হিসেবে প্রতিষ্ঠিত।

সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীর যোগ্যতা ও জনপ্রিয়তা বিবেচনা করে মনোনয়ন দেবেন। জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন যোগ করেন, “মনোনয়ন হোল্ড থাকলেও বিএনপির রাজনীতি এখন মাঠে টগবগে। জনমতের সঙ্গে একমত হয়ে দল প্রার্থী ঘোষণা করবে।”

মাঠপর্যায়ের নেতাকর্মীরা একমত, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন। তারা আগামী নির্বাচনে এম. এ মজিদকে এমপি নির্বাচিত করে ধানের শীষকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যোগে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন হজরত আলী। তিনি এর আগে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু প্রমোশন না হয়ে সেখানে তার বিশাল ডিমোশন হয়েছে। এতে সহজেই বুঝা যায় একজন রাজনৈতিক নেতা কতটা দেউলিয়া হলে জেলা বিএনপির আহ্বায়ক থেকে তিনি এ

১ দিন আগে

রাজশাহী সদর (রাজশাহী-২) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু সোমবার (১৫ ডিসেম্বর) রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মিনুর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন মহানগর বিএনপির নেতারা।

১ দিন আগে

গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার সোমবার (১৫ ডিসেম্বর) গাজীপুরের টঙ্গীস্থ আহসান উল্লাহ ইসলামিক ফাউন্ডেশন ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে দাবি করেন, গাজীপুর-২ আসনের বর্তমান মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক।

১ দিন আগে