খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ শেষে দেশে ফিরবেন তারেক রহমান: বিএনপি

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের শারীরিক জটিলতা ও সম্প্রতি গুরুতর অবস্থার কারণে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশে নেওয়া নিয়ে তৎপরতা জোরদার হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণের পর বিদেশে নেওয়ার প্রয়োজন হলে দেশবাসীর কাছে তা জানিয়ে সিদ্ধান্ত নেবেন তারেক রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। মির্জা ফখরুল আরও বলেন,

”পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন।”

প্রসঙ্গত, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দেওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণের কথা জানান। প্রায় ৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস এবং কিডনির জটিলতাসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

এ সময়ে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়াকে দেখতে আসবেন। বিএনপির নেতা ও ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন। প্রয়োজনে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে বিদেশে স্থানান্তর করা হবে।

উল্লেখযোগ্য, খালেদা জিয়া সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন। চার মাসের অবস্থানের পর গত ৬ মে দেশে ফিরে এসেছিলেন। সে সময়ে তিনি হাসপাতালে এবং ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা নিয়েছিলেন।

তারেক রহমান, ২০০৮ সালের পর যুক্তরাজ্য থেকে দেশের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। গত বছর জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন মামলায় তার রায় বাতিল হওয়ার পর দেশে ফেরার বিষয়টি আলোচনায় এসেছে। তবে, বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট তারিখ বা সময় এখনো ঘোষণা করা হয়নি।

ফেসবুক পোস্টে তারেক রহমান উল্লেখ করেছেন,

“সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমারও রয়েছে। তবে রাজনৈতিক বাস্তবতার কারণে তা বাস্তবায়ন এখন সীমিত। পরিস্থিতি উপযুক্ত পর্যায়ে পৌঁছালে দেশে প্রত্যাবর্তন সম্ভব হবে।”

সরকারি পর্যায় থেকেও বারবার বলা হয়েছে, তারেক রহমান দেশে ফিরতে কোনো বাধা নেই। সোমবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যে ‘ট্রাভেল পাস’ দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ অবস্থায় দেশের রাজনৈতিক মহলের নজর এখন খালেদা জিয়ার স্বাস্থ্য ও তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যোগে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন হজরত আলী। তিনি এর আগে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু প্রমোশন না হয়ে সেখানে তার বিশাল ডিমোশন হয়েছে। এতে সহজেই বুঝা যায় একজন রাজনৈতিক নেতা কতটা দেউলিয়া হলে জেলা বিএনপির আহ্বায়ক থেকে তিনি এ

১ দিন আগে

রাজশাহী সদর (রাজশাহী-২) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু সোমবার (১৫ ডিসেম্বর) রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মিনুর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন মহানগর বিএনপির নেতারা।

১ দিন আগে

গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার সোমবার (১৫ ডিসেম্বর) গাজীপুরের টঙ্গীস্থ আহসান উল্লাহ ইসলামিক ফাউন্ডেশন ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে দাবি করেন, গাজীপুর-২ আসনের বর্তমান মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক।

১ দিন আগে