খুলনা নির্বাচন প্রক্রিয়ায় দলের বিতর্কিতদের সাথে রাখবেন না মঞ্জু

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খুলনা-২ (সদর–সোনাডাঙ্গা) আসনের বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দলের মধ্যে বিতর্কিত বা অভিযোগযুক্ত নেতাদের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত করা হবে না, প্রয়োজন হলে তাদের শহরও ছাড়তে হতে পারে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই সতর্কবার্তা দেন।

দীর্ঘ চার বছর ধরে দলের কোন পদে দায়িত্ব না থাকলেও এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন মঞ্জু। তিনি জানান, নির্বাচন কার্যক্রমে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। তবে পত্রিকায় শিরোনাম হওয়া বা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত নেতাদের প্রচারণার অংশ হতে দেওয়া হবে না।

মঞ্জু বলেন, খুলনার ছয়টি আসনে বিএনপির প্রার্থীরা খুব শিগগিরই যৌথভাবে ক্যাম্পেইনে নামবেন। পরিচ্ছন্ন ইমেজের নেতাদের সঙ্গে কাজ করা হবে এবং কোনো অপশক্তি বা বিতর্কিত ব্যক্তি প্রচারণার ধারেকাছেও রাখা হবে না। তিনি আরও জানান, প্রার্থী মনোনয়ন গুণাবলী, ত্যাগ এবং জনসম্পৃক্ততার ভিত্তিতেই দেওয়া হয়েছে। আন্দোলনের মাঠে সাহসী ভূমিকা, ক্লিন ইমেজ ও জনগণের গ্রহণযোগ্যতা—এই তিনটি মানদণ্ডে তিনি নির্বাচিত হয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, খুলনা বিএনপির অভ্যন্তরীণ বিভেদ ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও শিগগিরই আলোচনায় বসে পরিচ্ছন্ন নেতাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে মাঠে নামা হবে।

মতবিনিময় সভায় খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলামসহ বিএনপি ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যোগে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন হজরত আলী। তিনি এর আগে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু প্রমোশন না হয়ে সেখানে তার বিশাল ডিমোশন হয়েছে। এতে সহজেই বুঝা যায় একজন রাজনৈতিক নেতা কতটা দেউলিয়া হলে জেলা বিএনপির আহ্বায়ক থেকে তিনি এ

১ দিন আগে

রাজশাহী সদর (রাজশাহী-২) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু সোমবার (১৫ ডিসেম্বর) রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মিনুর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন মহানগর বিএনপির নেতারা।

১ দিন আগে

গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার সোমবার (১৫ ডিসেম্বর) গাজীপুরের টঙ্গীস্থ আহসান উল্লাহ ইসলামিক ফাউন্ডেশন ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে দাবি করেন, গাজীপুর-২ আসনের বর্তমান মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক।

১ দিন আগে