তারেক রহমানের ফ্লাইটে দুই কেবিন ক্রু'র বদল

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১২: ২১
Thumbnail image

তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তাকে বহনকারী নির্ধারিত ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে শেষ মুহূর্তে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, লন্ডন–ঢাকা রুটের ওই ফ্লাইটে দায়িত্বপ্রাপ্ত জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে উল্লিখিত তথ্য এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সূত্র অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দুই কেবিন ক্রুর রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন ছবি ও তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে পর্যালোচনায় আসে। প্রতিবেদনে রাজনৈতিক সংযোগ ছাড়াও নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনার কথা উল্লেখ থাকায় ফ্লাইট সার্ভিস বিভাগ দ্রুত তাদের পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ ফ্লাইটটি আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা থাকার কথা রয়েছে। তিনি ঢাকায় পৌঁছাবেন ২৫ ডিসেম্বর।

বিমান কর্তৃপক্ষ জানায়, ওই ফ্লাইটে নতুন করে জুনিয়র পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই রদবদল করা হয়েছে।

এর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইটেও। গত ২ মে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সে সময়ও দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

বিমান সূত্র বলছে, ভিআইপি যাত্রার ক্ষেত্রে যেকোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে গোয়েন্দা সংস্থার সুপারিশ অনুযায়ী এমন সিদ্ধান্ত ভবিষ্যতেও নেওয়া হতে পারে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তাকে বহনকারী নির্ধারিত ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে শেষ মুহূর্তে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২ ঘণ্টা আগে

দেশে যে গণতন্ত্র শহীদ জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশনেত্রী খালেদা জিয়া যেটি লালন করেছেন, সেই গণতন্ত্র সঙ্গে করেই তারেক রহমান দেশে ফিরছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

১৯ ঘণ্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের দুই আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এতে জেলার রাজনীতিতে নির্বাচনী তৎপরতা বাড়তে শুরু করেছে।

২১ ঘণ্টা আগে

জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ ঘণ্টা আগে