হাসপাতালে এসএসএফ নিরাপত্তা শুরু
নিজস্ব প্রতিবেদক

পরবর্তী নির্দেশনাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর শয্যার পাশে নেয়া হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স–এসএসএফ।

বেলা ২টা ২০ মিনিটে এসএসএফ সদস্যরা দায়িত্ব নিয়েছেন বলে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। ২৩ নভেম্বর থেকে নিবিড় চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা মারাত্মক অবনতির মুখে পড়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান—খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি, তাঁর পূর্ববর্তী দায়িত্ব ও মর্যাদা এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় তাঁকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে হাসপাতালে নিশ্চিত ও নিরবচ্ছিন্ন চিকিৎসা, নিরাপদ যাতায়াত এবং প্রয়োজনে বিদেশে নেওয়ার প্রস্তুতি রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর পরিবার ও দল সিদ্ধান্তটির বিষয়ে অবগত।
বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী—রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সরকার ঘোষিত ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র নিরাপত্তা নিশ্চিত করাই এসএসএফের দায়িত্ব। প্রয়োজন হলে এই বাহিনী তল্লাশি, গ্রেপ্তার ও গুলিবর্ষণের মতো ক্ষমতাও প্রয়োগ করতে পারে। সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের বাংলাদেশ সফরেও এই বিশেষ নিরাপত্তা প্রদান করা হয়।
অতীতে ২০০৮ সালের নির্বাচনের সময় স্বল্পকালীন জন্য খালেদা জিয়া ও শেখ হাসিনাকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছিল। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ রহিত করে বিশেষ নিরাপত্তা সুবিধাটি বাতিল করেছে।
এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতীয়ভাবে তাঁর সুস্থতার জন্য আহ্বান জানানো হয়।

পরবর্তী নির্দেশনাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর শয্যার পাশে নেয়া হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স–এসএসএফ।

বেলা ২টা ২০ মিনিটে এসএসএফ সদস্যরা দায়িত্ব নিয়েছেন বলে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। ২৩ নভেম্বর থেকে নিবিড় চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা মারাত্মক অবনতির মুখে পড়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান—খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি, তাঁর পূর্ববর্তী দায়িত্ব ও মর্যাদা এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় তাঁকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে হাসপাতালে নিশ্চিত ও নিরবচ্ছিন্ন চিকিৎসা, নিরাপদ যাতায়াত এবং প্রয়োজনে বিদেশে নেওয়ার প্রস্তুতি রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর পরিবার ও দল সিদ্ধান্তটির বিষয়ে অবগত।
বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী—রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সরকার ঘোষিত ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র নিরাপত্তা নিশ্চিত করাই এসএসএফের দায়িত্ব। প্রয়োজন হলে এই বাহিনী তল্লাশি, গ্রেপ্তার ও গুলিবর্ষণের মতো ক্ষমতাও প্রয়োগ করতে পারে। সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের বাংলাদেশ সফরেও এই বিশেষ নিরাপত্তা প্রদান করা হয়।
অতীতে ২০০৮ সালের নির্বাচনের সময় স্বল্পকালীন জন্য খালেদা জিয়া ও শেখ হাসিনাকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছিল। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ রহিত করে বিশেষ নিরাপত্তা সুবিধাটি বাতিল করেছে।
এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতীয়ভাবে তাঁর সুস্থতার জন্য আহ্বান জানানো হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যোগে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১ দিন আগে
শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন হজরত আলী। তিনি এর আগে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু প্রমোশন না হয়ে সেখানে তার বিশাল ডিমোশন হয়েছে। এতে সহজেই বুঝা যায় একজন রাজনৈতিক নেতা কতটা দেউলিয়া হলে জেলা বিএনপির আহ্বায়ক থেকে তিনি এ
১ দিন আগে
রাজশাহী সদর (রাজশাহী-২) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু সোমবার (১৫ ডিসেম্বর) রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মিনুর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন মহানগর বিএনপির নেতারা।
১ দিন আগে
গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার সোমবার (১৫ ডিসেম্বর) গাজীপুরের টঙ্গীস্থ আহসান উল্লাহ ইসলামিক ফাউন্ডেশন ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে দাবি করেন, গাজীপুর-২ আসনের বর্তমান মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক।
১ দিন আগেসুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যোগে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন হজরত আলী। তিনি এর আগে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু প্রমোশন না হয়ে সেখানে তার বিশাল ডিমোশন হয়েছে। এতে সহজেই বুঝা যায় একজন রাজনৈতিক নেতা কতটা দেউলিয়া হলে জেলা বিএনপির আহ্বায়ক থেকে তিনি এ
রাজশাহী সদর (রাজশাহী-২) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু সোমবার (১৫ ডিসেম্বর) রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মিনুর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন মহানগর বিএনপির নেতারা।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার সোমবার (১৫ ডিসেম্বর) গাজীপুরের টঙ্গীস্থ আহসান উল্লাহ ইসলামিক ফাউন্ডেশন ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে দাবি করেন, গাজীপুর-২ আসনের বর্তমান মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক।