“নৌকা,ধানের শীষ, লাঙ্গল নিজেদের ভাগ্য বদলেছে, জনগণের নয়”

প্রতিনিধি
নীলফামারী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, গত ৫৪ বছরে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বা সমাজতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। তিনি বলেন, আমরা নৌকা, ধানের শীষ, লাঙ্গল দেখেছি। তারা কিছু অর্জন করেছে, তবে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি।

জামায়াতে ইসলাম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে গেলে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে। মুসলিম-অমুসলিম, নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে শান্তির দেশ গড়ে তোলা হবে। রাষ্ট্র পরিচালনা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে হবে।

তিনি রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৯০ পরিবারকে পুনর্বাসনের জন্য ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেন্দ্রীয় নায়েবে আমীর আরও বলেন, জামায়াত এককভাবে ক্ষমতায় যেতে চায় না। আমরা জনগণের সঙ্গে মিলে জনগণের শাসন কায়েম করতে চাই। আগামী নির্বাচনে ৮টি ইসলামী দেশপ্রেমিক দল একত্রিত হয়ে এক বাক্সে ভোট দেয়ার চেষ্টা করা হচ্ছে। যদি চেষ্টা সফল হয়, জনগণ যেভাবে আমাদের পাশে এসেছে, তাতে সংসদে ইসলামী সরকার প্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, এতদিন দেশকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছিল—স্বাধীনতার পক্ষে এবং বিরোধী। কোনো দেশের নাগরিককে বিভক্ত করলে দেশ বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই আমরা যেকোনো দলের হলেও, নাগরিক হিসেবে বিভক্ত না হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করি এবং দেশকে শান্তির দেশে পরিণত করি।

এটিএম আজহারুল ইসলাম উল্লেখ করেন, ২০২৪ সালের আগে দূর্গাপূজার সময় প্রায় মূর্তি ভাংচুর, আগুন জ্বালানো এবং আক্রমণ ঘটত। এসব দায়-দায়িত্ব জামায়াত শিবিরের কাঁধে চাপানো হতো। তবে ২০২৫ সালে কোনো দূর্গাপূজায় এই ঘটনা ঘটেনি। দেশের মানুষ বর্তমানে নিরাপদ ও আরামদায়ক অবস্থায় আছে, আর যারা আগুন দিয়েছে বা মন্দির ভাঙেছে, তারা দেশ থেকে পালিয়ে গেছে।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পুনর্বাসনের জন্য ঢেউটিন বিতরণ অনুষ্ঠান গাড়াগ্রাম টেপারহাটে অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্’র সভাপতিত্বে এবং সেক্রেটারি ফেরদৌস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশিদ, জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার, নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জেলা নায়েবে আমীর ড. খাইরুল আনাম, উপজেলা নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, উপজেলা সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম, শিব্বির আহমেদ, মাওলানা জাহিদুল ইসলাম ও মাওলানা আফজালুল হক। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থ ৯০ পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জামায়াতে ইসলামী নিয়ে আরও পড়ুন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যোগে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১২ ঘণ্টা আগে

শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন হজরত আলী। তিনি এর আগে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু প্রমোশন না হয়ে সেখানে তার বিশাল ডিমোশন হয়েছে। এতে সহজেই বুঝা যায় একজন রাজনৈতিক নেতা কতটা দেউলিয়া হলে জেলা বিএনপির আহ্বায়ক থেকে তিনি এ

১৩ ঘণ্টা আগে

রাজশাহী সদর (রাজশাহী-২) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু সোমবার (১৫ ডিসেম্বর) রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মিনুর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন মহানগর বিএনপির নেতারা।

১৪ ঘণ্টা আগে

গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার সোমবার (১৫ ডিসেম্বর) গাজীপুরের টঙ্গীস্থ আহসান উল্লাহ ইসলামিক ফাউন্ডেশন ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে দাবি করেন, গাজীপুর-২ আসনের বর্তমান মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক।

১৪ ঘণ্টা আগে