শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামী’র নির্বাচনি কর্মশালা

প্রতিনিধি
মৌলভীবাজার
Thumbnail image
ছবি: প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামি শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হবিগঞ্জ রোডস্থ স্থানীয় কমিউনিটি সেন্টারে “নির্বাচনি দায়িত্বশীল কর্মশালা-২০২৫” অনুষ্ঠিত হয়।

উপজেলার সকল স্তরের সংগঠনের দায়িত্বশীলদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় নির্বাচনকেন্দ্রিক করণীয়, সাংগঠনিক দায়িত্ব ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল। উদ্‌বোধনী বক্তব্যে মাওলানা ইসমাইল হোসেন বলেন, “সংগঠনকে সুসংহত করতে এবং ভোটকেন্দ্র ভিত্তিক শক্তিশালী কাঠামো গড়ে তুলতে সবার আন্তরিক ভূমিকা প্রয়োজন।”

পরে দারসুল কুরআন পেশ করেন মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার। তিনি সূরা আন-নিসার ৩৬ নং আয়াতের আলোকে দায়িত্বশীলদের দিকনির্দেশনা প্রদান করেন।

মৌলভীবাজার-০৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুর রব “নমিনির সফর প্রত্যাশা ও প্রাপ্তি” বিষয়ে বক্তব্য রাখেন।

জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী ভোটকেন্দ্র কমিটির ঘোষিত ১৩ দফা নির্বাচনি কর্মসূচি উপস্থাপন করেন এবং প্রতিটি ভোট সেন্টারে শক্তিশালী নির্বাচন কমিটি গঠনের আহ্বান জানান।

“নির্বাচনি কাজে ছাত্র ও যুবকদের ভূমিকা” বিষয়ে আলোচনা করেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী। তিনি বলেন, “ছাত্র-ছাত্রী ও তরুণদের আগামীর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মোঃ ফখরুল ইসলাম।

দিনব্যাপী এ কর্মশালায় জামায়াতের সকল রুকন, ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল, প্রতিটি ভোটকেন্দ্রের সভাপতি-সেক্রেটারি, ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সার্বিক দেখাশোনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ তারেক মাহফুজ এবং উপজেলা কর্মপরিষদের সদস্য মোঃ আব্দুল্লাহ আল মনসুর। সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এ কর্মশালা শেষ হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জামায়াতে ইসলামী নিয়ে আরও পড়ুন

বর্তমান সময়ে ইসলামের নামে নানান অপব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।ভূল তথ্য দিয়ে মানুষের মাঝে সংঘাত,বৈষম্য সৃষ্টি করছে এ ব্যাপারে আলেমরা তাদের বক্তব্যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান

১১ ঘণ্টা আগে

জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় প্রস্তুতি নিচ্ছে প্রায় এক ডজন এনসিপির নেতৃবৃন্দ। তারা নিজ নিজ আসনে নির্বাচনের প্রস্তুতির পাপাপাশি কেন্দ্রেও চালাচ্ছেন জোর লবিং

১১ ঘণ্টা আগে

সনদের পুরোপুরি বাস্তবায়ন এ সরকারের পক্ষে সম্ভব নয়, আগামী সরকারকে বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে। সংস্কার এবং বিচারের ট্যাবলেট খাওয়ালো সরকার

১২ ঘণ্টা আগে

পিআর মানে ‘পার্মানেন্ট রেস্টলেসনেস’। এ ব্যবস্থায় স্থিতিশীল সরকার থাকে না, কয়েক মাস পরপর প্রধানমন্ত্রী ও সরকার পরিবর্তিত হয়। এতে কোনো দল জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করতে পারে না, উন্নয়নও ব্যাহত হয়। বাংলাদেশের মতো রাষ্ট্রকে এমন অস্থিরতার দিকে ঠেলে দেওয়া সম্ভব নয়

১৩ ঘণ্টা আগে