রংপুর ব্যুরো

বিষয়টি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে কারণ এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, যৌন হয়রানি এবং শিক্ষিকাদের মানহানিকর ছবি ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঘোষণা করা ৭০ সদস্যবিশিষ্ট এনসিপি রংপুর জেলা আহ্বায়ক কমিটিতে নগরীর মাহিগঞ্জ এলাকার ভিআইপি শাহাদাৎ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এরশাদ হোসেনকে সদস্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়। সরকারি বিধি-২৫(১) অনুযায়ী, সরকারি কর্মচারীর রাজনৈতিক দল বা তাদের অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে এনসিপির নেতারা জানান, গণঅভ্যুত্থানের পর থেকে এরশাদ হোসেন দলীয় কর্মকাণ্ডে সক্রিয়।
নিজের অবস্থান নিয়ে জবাবে এরশাদ হোসেন দাবি করেছেন, তিনি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত নন, বরং হাইস্কুল শাখায় আছেন। কিন্তু রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম নিশ্চিত করেছেন যে, তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। কর্মকর্তা আরও জানান, আইন লঙ্ঘন ও বিধি ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এরশাদ হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ে ক্ষমতার অপব্যবহার ও সহকর্মী শিক্ষিকাদের হয়রানির অভিযোগও রয়েছে। এক শিক্ষিকা শাহনাজ বেগম জানান, তিনি এরশাদ হোসেনের দ্বারা মানহানির শিকার হয়েছেন, তার ছবি এডিট করে এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। ২০১৫ সালে আরেক শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা করা নিয়ে অভিযোগে তিনি জেল হাজতও ছিলেন। ভুক্তভোগী শিক্ষিকা অভিযোগ করেন, বর্তমানে তিনি রাজনৈতিক পদে নিযুক্ত হয়ে এই ধরনের কার্যক্রম আরও জোরালোভাবে চালাচ্ছেন।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাদিয়া ফারজানা দিনা এই বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক। তবে সরকারি বিধি লঙ্ঘনকারী প্রধান শিক্ষকের রাজনৈতিক পদে নিযুক্তি নিয়ে জনমনে তীব্র সমালোচনা ও প্রশ্ন উঠেছে। শিক্ষা অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধি ভঙ্গকারী সরকারি কর্মচারীর বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হলে এটি কর্মচারী আচরণ বিধির প্রতি এক চরম উপহাস হিসেবে গণ্য হবে।

বিষয়টি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে কারণ এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, যৌন হয়রানি এবং শিক্ষিকাদের মানহানিকর ছবি ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঘোষণা করা ৭০ সদস্যবিশিষ্ট এনসিপি রংপুর জেলা আহ্বায়ক কমিটিতে নগরীর মাহিগঞ্জ এলাকার ভিআইপি শাহাদাৎ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এরশাদ হোসেনকে সদস্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়। সরকারি বিধি-২৫(১) অনুযায়ী, সরকারি কর্মচারীর রাজনৈতিক দল বা তাদের অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে এনসিপির নেতারা জানান, গণঅভ্যুত্থানের পর থেকে এরশাদ হোসেন দলীয় কর্মকাণ্ডে সক্রিয়।
নিজের অবস্থান নিয়ে জবাবে এরশাদ হোসেন দাবি করেছেন, তিনি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত নন, বরং হাইস্কুল শাখায় আছেন। কিন্তু রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম নিশ্চিত করেছেন যে, তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। কর্মকর্তা আরও জানান, আইন লঙ্ঘন ও বিধি ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এরশাদ হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ে ক্ষমতার অপব্যবহার ও সহকর্মী শিক্ষিকাদের হয়রানির অভিযোগও রয়েছে। এক শিক্ষিকা শাহনাজ বেগম জানান, তিনি এরশাদ হোসেনের দ্বারা মানহানির শিকার হয়েছেন, তার ছবি এডিট করে এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। ২০১৫ সালে আরেক শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা করা নিয়ে অভিযোগে তিনি জেল হাজতও ছিলেন। ভুক্তভোগী শিক্ষিকা অভিযোগ করেন, বর্তমানে তিনি রাজনৈতিক পদে নিযুক্ত হয়ে এই ধরনের কার্যক্রম আরও জোরালোভাবে চালাচ্ছেন।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাদিয়া ফারজানা দিনা এই বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক। তবে সরকারি বিধি লঙ্ঘনকারী প্রধান শিক্ষকের রাজনৈতিক পদে নিযুক্তি নিয়ে জনমনে তীব্র সমালোচনা ও প্রশ্ন উঠেছে। শিক্ষা অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধি ভঙ্গকারী সরকারি কর্মচারীর বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হলে এটি কর্মচারী আচরণ বিধির প্রতি এক চরম উপহাস হিসেবে গণ্য হবে।

সাতক্ষীরায় জামায়াত দলীয় প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নেওয়ায় যশোর জেলায় কর্মরত এএসআই মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।
২০ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
১ দিন আগে
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা পুনর্নির্মাণের সময় নতুন করে হত্যাকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে।
১ দিন আগে
রাজধানীর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ দিন আগেসাতক্ষীরায় জামায়াত দলীয় প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নেওয়ায় যশোর জেলায় কর্মরত এএসআই মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা পুনর্নির্মাণের সময় নতুন করে হত্যাকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে।
রাজধানীর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।