নিজস্ব প্রতিবেদক

রোববার (৭ ডিসেম্বর) বিকেল চারটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এই জোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এটি হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’, যার লক্ষ্য হলো নির্বাচনী অংশগ্রহণ ও রাজনৈতিক শক্তি একত্রিত করা।
জোটে কে থাকছে, কে নেই
প্রাথমিক আলোচনায় গণ অধিকার পরিষদও এই জোটের অংশ হওয়ার কথা ছিল। তবে বৈঠকে জোটের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মতবিরোধের কারণে তারা অংশ নিচ্ছে না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন,
“যখন বৈঠক হয়েছে, সেখানে আমরা জোটের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেছিলাম। এখনও এসব প্রশ্নের উত্তর পাইনি। তাই অন্ধকারে ঝাঁপ দেওয়ার চেষ্টায় আমরা নেই। মূলত এই কারণে আমাদের দল এই জোটে নেই।”
এর পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ (ইউনাইটেড পিপলস বাংলাদেশ) এই জোটে অন্তর্ভুক্ত নয়। এনসিপি নেতারা পূর্বে তীব্র আপত্তি উত্থাপন করেছিলেন।
জোট গঠনের পেছনের প্রেক্ষাপট
গত মাসের শেষ সপ্তাহে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদের মধ্যে জোট গঠন নিয়ে আলোচনা শুরু হয়। ২৭ নভেম্বর রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এই জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল। তবে পূর্ববর্তী বৈঠকে মূল বিতর্ক—জোটের লক্ষ্য, উদ্দেশ্য এবং অংশগ্রহণকারীদের সক্ষমতা—মীমাংসা না হওয়ায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।
এবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে, যা নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে সাড়া ফেলবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল চারটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এই জোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এটি হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’, যার লক্ষ্য হলো নির্বাচনী অংশগ্রহণ ও রাজনৈতিক শক্তি একত্রিত করা।
জোটে কে থাকছে, কে নেই
প্রাথমিক আলোচনায় গণ অধিকার পরিষদও এই জোটের অংশ হওয়ার কথা ছিল। তবে বৈঠকে জোটের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মতবিরোধের কারণে তারা অংশ নিচ্ছে না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন,
“যখন বৈঠক হয়েছে, সেখানে আমরা জোটের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেছিলাম। এখনও এসব প্রশ্নের উত্তর পাইনি। তাই অন্ধকারে ঝাঁপ দেওয়ার চেষ্টায় আমরা নেই। মূলত এই কারণে আমাদের দল এই জোটে নেই।”
এর পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ (ইউনাইটেড পিপলস বাংলাদেশ) এই জোটে অন্তর্ভুক্ত নয়। এনসিপি নেতারা পূর্বে তীব্র আপত্তি উত্থাপন করেছিলেন।
জোট গঠনের পেছনের প্রেক্ষাপট
গত মাসের শেষ সপ্তাহে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদের মধ্যে জোট গঠন নিয়ে আলোচনা শুরু হয়। ২৭ নভেম্বর রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এই জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল। তবে পূর্ববর্তী বৈঠকে মূল বিতর্ক—জোটের লক্ষ্য, উদ্দেশ্য এবং অংশগ্রহণকারীদের সক্ষমতা—মীমাংসা না হওয়ায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।
এবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে, যা নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে সাড়া ফেলবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

সাতক্ষীরায় জামায়াত দলীয় প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নেওয়ায় যশোর জেলায় কর্মরত এএসআই মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।
২০ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
১ দিন আগে
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা পুনর্নির্মাণের সময় নতুন করে হত্যাকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে।
১ দিন আগে
রাজধানীর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ দিন আগেসাতক্ষীরায় জামায়াত দলীয় প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নেওয়ায় যশোর জেলায় কর্মরত এএসআই মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা পুনর্নির্মাণের সময় নতুন করে হত্যাকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে।
রাজধানীর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।