ক্ষমতা প্রেমিরা নতুন শাড়িতে পুরাতন বউ দেখিয়ে ধোকা দিতে চায়: চরমোনাই পীর

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম অভিযোগ করে বলেছেন, ক্ষমতার লোভে কিছু রাজনীতিক এমন অন্ধ হয়ে গেছে যে তারা ‘সংস্কার কিংবা দৃশ্যমান বিচার নয়, শুধু ক্ষমতায় যাওয়াকেই লক্ষ্য বানিয়েছে—তারা একবার নয়, ডাবল পাগল হয়ে গেছে।’ তার ভাষায়, ক্ষমতালোভীরা নতুন শাড়িতে পুরনো বউ দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়।

বুধবার (৩ ডিসেম্বর) রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে সমমনা আট দলের সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, বহু মা সন্তান হারালেন, অসংখ্য মানুষ অন্ধ হলেন—জাতি ন্যায়বিচার, মৌলিক সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড আশা করেছিল, কিন্তু বাস্তবে তা হয়নি।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

রেজাউল করীম বলেন, যারা দেশ ও ইসলামকে ভালোবাসে, যারা মানবতার কল্যাণ চায়—তারাই এখন রাজপথে নেমেছে। রাজনীতির মূল উদ্দেশ্য ব্যক্তিস্বার্থ নয়, ইসলাম, দেশ ও মানুষের কল্যাণ—এটাই ইসলামী আন্দোলনের অবস্থান বলে তিনি উল্লেখ করেন।

আবু সাঈদের শাহাদাত স্মরণ করে তিনি বলেন, বৈষম্য দূর করা ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান থেকেই জনগণ রাজপথে নেমেছে এবং আল্লাহর ইচ্ছায় তারা বিজয় লাভ করেছে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতারা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরায় জামায়াত দলীয় প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নেওয়ায় যশোর জেলায় কর্মরত এএসআই মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।

২০ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

১ দিন আগে

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা পুনর্নির্মাণের সময় নতুন করে হত্যাকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে।

১ দিন আগে

রাজধানীর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২ দিন আগে