রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে আত্মগোপনে জিহাদ শেখ

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জ কোটালীপাড়া আশুতিয়া গ্রামের জিহাদ শেখ (২২) রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আত্মগোপনে রয়েছেন। তার পরিবারের দাবি, একাধিক রাজনৈতিক মামলায় নামের উল্লেখ থাকায় পুলিশ ও প্রভাবশালী মহলের চাপে তাকে নিরাপত্তাহীনতার কারণে আত্মগোপনে থাকতে হচ্ছে, আর পরিবারের সদস্যরাও ঝুঁকিতে পড়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, জিহাদ ছোটবেলা থেকেই শান্ত এবং সৌম্য স্বভাবের। তার সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ ছিল না। তবে ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পর থেকে সমস্যার সূত্রপাত হয়। পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর জিহাদ একাধিকবার হামলার শিকার হন এবং খুলনায় তার ভাইয়ের বাসায় আত্মগোপনে চলে যান। কোটালীপাড়ার প্রভাবশালীদের প্রভাবের কারণে খুলনায়ও তাকে হুমকির মুখে পড়তে হয়।

গত ৫ মার্চ ২০২৫ খুলনা সদর থানায় তার বিরুদ্ধে মামলা (নং–৩) দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, ৪ মার্চ ডাকবাংলা হার্ড মেটাল গ্যালারির সামনে ইজিবাইক চালক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে জিহাদ আসামি হন। মামলার বাদী প্রভাবশালী হওয়ায় পরিবারের সদস্যরাও নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন।

জিহাদের বাবা, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন শেখও আত্মগোপনে রয়েছেন। তার মা জানান, জিহাদ কখনও কারও সঙ্গে ঝগড়া করেনি এবং মানুষের উপকারে এগিয়ে এসেছে। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার পর একাধিকবার হামলার শিকার হওয়ার পর এখন জীবন রক্ষার জন্য বিদেশে আত্মগোপনে আছে। পরিবার নিয়মিত হুমকির মুখে পড়ছে এবং তাদের ঘরবাড়ি ও ব্যবসার নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে।

সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানিয়েছেন, মামলা আইনগত প্রক্রিয়ায় চলছে এবং কারও বিরুদ্ধে অন্যায় হয়রানির অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরায় জামায়াত দলীয় প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নেওয়ায় যশোর জেলায় কর্মরত এএসআই মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।

২০ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

১ দিন আগে

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা পুনর্নির্মাণের সময় নতুন করে হত্যাকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে।

১ দিন আগে

রাজধানীর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২ দিন আগে