খাগড়াছড়িতে ঈদ উল ফিতর পালিত

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১১: ২৪
Thumbnail image

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে।

সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় জেলা শহরের কেন্দ্রী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজের ঈমামতি করেন খাগড়াছড়ি শাহী জামে মসজিদের খতিব আবদুল নবী হক্কানী।জামাতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত, অতিরিক্ত জেলা হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ আবছারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লি। এসময় সবাই কাতার বন্দি হয়ে একসাথে ঈদের জামাত আদায় করেন।

মোনাজাতে পাহাড়ে শান্তি, সম্প্রীতি রক্ষা ও মঙ্গল কামনা করে দোয়া করেন সমবেত মুসল্লীরা।

নামাজ শেষে মোনাজাতে বিশ্ব উম্মার শান্তি কামনা ও পাহাড়ে পাহাড়ি-বাঙালি সম্প্রীতির জন্য আল্লাহ্'র নিকট প্রার্থনা করা হয়।

জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আনন্দ ভাগাভাগি করেন সর্বস্তরের মানুষ।

এছাড়া জেলার ৯ উপজেলার ২৯১টি ঈদগাহে এবার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ধর্ম নিয়ে আরও পড়ুন

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫ হাজার ১৫৪ জন মক্কা ও মদিনার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এরমধ্যে একজন হজযাত্রী মারা গেছেন।

১ দিন আগে

সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম উড়োজাহাজ যোগে চলতি বছরের হজযাত্রা শুরু হয়েছে। এসময় উড়োজাহাজটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

৪ দিন আগে

হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন করতে পারেন সেজন্য এই অ্যাপ বিরাট ভূমিকা রাখবে।

৫ দিন আগে