অস্ত্রবিরতির কথা জানাল ভারত-পাকিস্তান

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

রাতভর আলোচনার পর ভারত ও পাকিস্তানকে ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি করানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার কিছুক্ষণের মধ্যেই নয়াদিল্লি একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করে বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরির বরাতে সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) একমত হয়েছেন— উভয়পক্ষই বিকাল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ করবে।

এই সমঝোতা কার্যকর করার জন্য উভয় পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১২ মে দুপুর ১২টায় ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস আবার কথা বলবেন।

মিসরির ঘোষণার আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান একটিপূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

অপরদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন, পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে সবসময় এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে।

এর আগে রাতভর ড্রোন হামলা ও গোলা নিক্ষেপের মাধ্যমে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষ তীব্র হয়েছে। পাকিস্তান জানিয়েছে, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায়। এর জবাবে তারাও ভারতীয় একটি বিমানঘাঁটি এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তার দেশ ভারতকে ‘সমুচিত’ জবাব দিয়েছে। ভারতের সেনাবাহিনী অভিযোগ করেছে, তাদের পশ্চিম সীমান্তে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলা বেসামরিক নাগরিকদের বিপদে ফেলেছে।

উভয় দেশই বলেছে, যদি অন্য পক্ষ প্রথমে পদক্ষেপ নেয় তাহলে তারা উত্তেজনা হ্রাস করার কথা বিবেচনা করতে প্রস্তুত আছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত-পাকিস্তান সংকট নিয়ে আরও পড়ুন

সমধারা কবিতা উৎসব বাংলা সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ উৎসব কবি, লেখকদের জন্য বাৎসরিক মিলনমেলা। এতে করে নতুন প্রতিভাদের বিকাশের সুযোগ তৈরি হয়

৬ দিন আগে

উড়োজাহাজ স্বল্পতার কথা বলে বরিশাল সেক্টরে আজ শুক্রবার (২৫ জুলাই) থেকে ফ্লাইট পরিচালন বন্ধ রাখছে জাতীয় পতাকাবাহী বিমান। ফলে বিভাগীয় সদর ছাড়াও পায়রা সমুদ্রবন্দর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে দ্রুত যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে।

৮ দিন আগে

চাঁদাবাজিতে অতিষ্ট মানুষ। ক্ষোভের অনলে জ্বলছে নরসিংদী। কিন্তু মুখ ফুটে বলার সাহস পাচ্ছে না কেউ। নিজেদের প্রতিষ্ঠান বাঁচাতে অনেকে আবার ইচ্ছা করে মাসোহারা দিচ্ছেন নিয়মিত। তবে এ মাসোহারা আগের চেয়েও অনেক বেশী। মাসোহারা নিচ্ছে একেবারে টপ টু বটম পর্যন্ত।

০৭ জুলাই ২০২৫

রাজনৈতিক ঐকমত্য বহুদূর। রাজনৈতিক দল গুলো এখনো এক অপরকে আগের মত অবিশ্বাস করে। করে দোষারুপও। রাজনৈতিক দলগুলোকে হতে হবে আদর্শিক। সমাজনীতি ‘ধান্দাবাজির’ অন্ধকার জগত থেকে বের হয়ে আসতে হবে।

২৫ জুন ২০২৫