বিশেষ প্রতিনিধি
পল্টন থেকে হেঁটে ধানমন্ডিতে নিজের বাসায় ফিরছেন এক নারী। বললেন, তাঁর খুব কষ্ট হচ্ছে। কিন্তু কিছুই করার নেই। গতকাল বুধবার একই রকম কষ্ট পেয়েছে রাজধানীর বহু মানুষ।
রাজধানীর বিভিন্ন সড়কে গতকাল বুধবার তীব্র যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। রাজনৈতিক দলের কর্মসূচি, শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধসহ বেশ কয়েকটি বিষয় এই যানজটের কারণ বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গতকাল সায়েন্স ল্যাবে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক আটকে বিক্ষোভ করেন। পল্টনে রাজনৈতিক দলের কর্মসূচি আছে। এ ছাড়া ছুটির পরদিন হাওয়ায় সড়কে যানবাহনের চাপ আছে; পাশাপাশি সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকায় যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে।
বেলা পৌনে একটার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়; সৃষ্টি হয় জনভোগান্তি।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ঢাকায় ‘বিজয় র্যালি’ বের করে বিএনপি। বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়। এই কর্মসূচি ঘিরে পল্টনসহ আশপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা-কর্মীরা। তাঁরা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন। এই কর্মসূচির অংশ হিসেবে তাঁরা বাড্ডায় সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের কারণে বাড্ডা, বাড্ডা কাঁচাবাজার, হোসেন মার্কেট, মেরুল বাড্ডা ও রামপুরা এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। তৈরি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
গত রোববার জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এবং বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সমাবেশ ছিল। এনসিপির সমাবেশ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। আর ছাত্রদলের সমাবেশ হয় শাহবাগে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে ছিল সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান। এছাড়াও ওই দিন ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও বিসিএস পরীক্ষা ছিল। এ পরিস্থিতিতে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপরও ভোগান্তি কমেনি রাজধানীবাসীর। আবার এহেন অবস্থায় ঢাকার বিভিন্ন রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিচৌকি বাড়ানো হয়।
দুই সমাবেশ ঘিরে রাজধানীতে বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়। দুটি সমাবেশে তৃতীয় পক্ষ ঢুকে বিশৃঙ্খলা ও নাশকতা যাতে করতে না পারে, এ বিষয়ে দুই দল ও সংগঠনের নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল নিজ নিজ দল থেকে।
এদিকে ঢাকার ৯৮ শতাংশ শিশুর রক্তে সীসার উপস্থিতি মিলেছে। সীসার পরিমাণ ৬৭ মাইক্রো গ্রাম বা তার বেশি, যা উদ্বেগজনক বলছেন গবেষকরা। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) করা এক গবেষণায় এ তথ্য মিলেছে।
আইসিডিডিআর,বির অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ডা. জেসমিন সুলতানা ২০২২ ‘২৪ সালের মধ্যে ঢাকায় পরিচালিত একটি সামগ্রিক গবেষণার প্রাথমিক ফলাফল তুলে ধরেন। গবেষণায় ২ থেকে ৪ বছর বয়সী ৫০০ জন শিশুকে অন্তর্ভুক্ত করা হয়।
তিনি জানান, প্রতিটি শিশুর রক্তে সীসার উপস্থিতি পাওয়া গেছে এবং ৯৮ শতাংশ শিশুর রক্তে সীসার উপস্থিতির মাত্রা ৩৫ মাইক্রোগ্রাম/লিটার-এর চেয়ে বেশি ছিল। এই গবেষণায় দেখা যায়, সীসা নির্ভর শিল্প স্থাপনার ১ কিলোমিটার মধ্যকার বসবাসকারী শিশুদের রক্তে সীসার পরিমাণ ৫ মাইক্রোগ্রাম প্রতি কিলোগ্রাম, যা দূরস্থানীয় শিশুদের তুলনায় ৪০ শতাংশ বেশি। সীসার অন্যান্য উৎসগুলোর মধ্যে রয়েছে ঘরের ধুলা ময়লা, সীসাযুক্ত প্রসাধনী সামগ্রী ও রান্নার পাত্র।
এই আলোচনা সভায় সীসা নির্ভর শিল্প স্থাপনা, যেমন লেড অ্যাসিড ব্যাটারি তৈরি বা রিসাইক্লিং কারখানা বা স্থান, অথবা যে-সব কারখানা বা স্থাপনায় সীসা গলানো বা পোড়ানো হয়, এগুলোকে দ্রুত বন্ধ করার সুপারিশ জানানো হয়। কারণ, এই স্থাপনাগুলো সরিয়ে নিয়ে বা দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে এলাকার শিশুদের সঠিকভাবে সীসা থেকে দূরে রাখা সম্ভব। সব কিছু মিলিয়ে ঢাকা একেবারে বসবাসের অন উপযোগী হয়ে উঠছে।
পল্টন থেকে হেঁটে ধানমন্ডিতে নিজের বাসায় ফিরছেন এক নারী। বললেন, তাঁর খুব কষ্ট হচ্ছে। কিন্তু কিছুই করার নেই। গতকাল বুধবার একই রকম কষ্ট পেয়েছে রাজধানীর বহু মানুষ।
রাজধানীর বিভিন্ন সড়কে গতকাল বুধবার তীব্র যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। রাজনৈতিক দলের কর্মসূচি, শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধসহ বেশ কয়েকটি বিষয় এই যানজটের কারণ বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গতকাল সায়েন্স ল্যাবে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক আটকে বিক্ষোভ করেন। পল্টনে রাজনৈতিক দলের কর্মসূচি আছে। এ ছাড়া ছুটির পরদিন হাওয়ায় সড়কে যানবাহনের চাপ আছে; পাশাপাশি সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকায় যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে।
বেলা পৌনে একটার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়; সৃষ্টি হয় জনভোগান্তি।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ঢাকায় ‘বিজয় র্যালি’ বের করে বিএনপি। বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়। এই কর্মসূচি ঘিরে পল্টনসহ আশপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা-কর্মীরা। তাঁরা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন। এই কর্মসূচির অংশ হিসেবে তাঁরা বাড্ডায় সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের কারণে বাড্ডা, বাড্ডা কাঁচাবাজার, হোসেন মার্কেট, মেরুল বাড্ডা ও রামপুরা এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। তৈরি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
গত রোববার জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এবং বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সমাবেশ ছিল। এনসিপির সমাবেশ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। আর ছাত্রদলের সমাবেশ হয় শাহবাগে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে ছিল সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান। এছাড়াও ওই দিন ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও বিসিএস পরীক্ষা ছিল। এ পরিস্থিতিতে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপরও ভোগান্তি কমেনি রাজধানীবাসীর। আবার এহেন অবস্থায় ঢাকার বিভিন্ন রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিচৌকি বাড়ানো হয়।
দুই সমাবেশ ঘিরে রাজধানীতে বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়। দুটি সমাবেশে তৃতীয় পক্ষ ঢুকে বিশৃঙ্খলা ও নাশকতা যাতে করতে না পারে, এ বিষয়ে দুই দল ও সংগঠনের নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল নিজ নিজ দল থেকে।
এদিকে ঢাকার ৯৮ শতাংশ শিশুর রক্তে সীসার উপস্থিতি মিলেছে। সীসার পরিমাণ ৬৭ মাইক্রো গ্রাম বা তার বেশি, যা উদ্বেগজনক বলছেন গবেষকরা। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) করা এক গবেষণায় এ তথ্য মিলেছে।
আইসিডিডিআর,বির অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ডা. জেসমিন সুলতানা ২০২২ ‘২৪ সালের মধ্যে ঢাকায় পরিচালিত একটি সামগ্রিক গবেষণার প্রাথমিক ফলাফল তুলে ধরেন। গবেষণায় ২ থেকে ৪ বছর বয়সী ৫০০ জন শিশুকে অন্তর্ভুক্ত করা হয়।
তিনি জানান, প্রতিটি শিশুর রক্তে সীসার উপস্থিতি পাওয়া গেছে এবং ৯৮ শতাংশ শিশুর রক্তে সীসার উপস্থিতির মাত্রা ৩৫ মাইক্রোগ্রাম/লিটার-এর চেয়ে বেশি ছিল। এই গবেষণায় দেখা যায়, সীসা নির্ভর শিল্প স্থাপনার ১ কিলোমিটার মধ্যকার বসবাসকারী শিশুদের রক্তে সীসার পরিমাণ ৫ মাইক্রোগ্রাম প্রতি কিলোগ্রাম, যা দূরস্থানীয় শিশুদের তুলনায় ৪০ শতাংশ বেশি। সীসার অন্যান্য উৎসগুলোর মধ্যে রয়েছে ঘরের ধুলা ময়লা, সীসাযুক্ত প্রসাধনী সামগ্রী ও রান্নার পাত্র।
এই আলোচনা সভায় সীসা নির্ভর শিল্প স্থাপনা, যেমন লেড অ্যাসিড ব্যাটারি তৈরি বা রিসাইক্লিং কারখানা বা স্থান, অথবা যে-সব কারখানা বা স্থাপনায় সীসা গলানো বা পোড়ানো হয়, এগুলোকে দ্রুত বন্ধ করার সুপারিশ জানানো হয়। কারণ, এই স্থাপনাগুলো সরিয়ে নিয়ে বা দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে এলাকার শিশুদের সঠিকভাবে সীসা থেকে দূরে রাখা সম্ভব। সব কিছু মিলিয়ে ঢাকা একেবারে বসবাসের অন উপযোগী হয়ে উঠছে।
ভারত নির্ভরতা কমাতে অন্যান্য দেশ থেকে আমদানি বাড়িয়েছে বাংলাদেশ। তবে এখনো দেশে পণ্য আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস ভারত। চীনের পরই ভারত থেকে বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণে পণ্য আমদানি করে থাকে।
৮ দিন আগেসাবেক গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন জানিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে। তাঁর স্ত্রী আয়েশা সুলতানা বুধবার (৬ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় এ চিঠি প্রদান করেন।
১২ দিন আগেসমধারা কবিতা উৎসব বাংলা সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ উৎসব কবি, লেখকদের জন্য বাৎসরিক মিলনমেলা। এতে করে নতুন প্রতিভাদের বিকাশের সুযোগ তৈরি হয়
২২ দিন আগেউড়োজাহাজ স্বল্পতার কথা বলে বরিশাল সেক্টরে আজ শুক্রবার (২৫ জুলাই) থেকে ফ্লাইট পরিচালন বন্ধ রাখছে জাতীয় পতাকাবাহী বিমান। ফলে বিভাগীয় সদর ছাড়াও পায়রা সমুদ্রবন্দর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে দ্রুত যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে।
২৪ দিন আগেভারত নির্ভরতা কমাতে অন্যান্য দেশ থেকে আমদানি বাড়িয়েছে বাংলাদেশ। তবে এখনো দেশে পণ্য আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস ভারত। চীনের পরই ভারত থেকে বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণে পণ্য আমদানি করে থাকে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গতকাল সায়েন্স ল্যাবে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক আটকে বিক্ষোভ করেন। পল্টনে রাজনৈতিক দলের কর্মসূচি আছে।
সাবেক গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন জানিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে। তাঁর স্ত্রী আয়েশা সুলতানা বুধবার (৬ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় এ চিঠি প্রদান করেন।
সমধারা কবিতা উৎসব বাংলা সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ উৎসব কবি, লেখকদের জন্য বাৎসরিক মিলনমেলা। এতে করে নতুন প্রতিভাদের বিকাশের সুযোগ তৈরি হয়