ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৪৪
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে দেশটি নিজেদের সেনা মোতায়েনের জন্য ‘প্রস্তুত এবং ইচ্ছুক’ বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার।

আজ সোমবার প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে জরুরি শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আগে স্টারমার বলেন, যুক্তরাজ্য ‘প্রয়োজনে নিজস্ব সেনা মোতায়েন করে’ ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এর মধ্যে দিয়ে স্টারমার মূলত যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিলেন যে, ইউক্রেনে যুদ্ধ অবসানে ইউরোপের দেশগুলোর ভূমিকা থাকা উচিত।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আরও আগ্রাসন থেকে বিরত রাখতে ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত করা অপরিহার্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে কিয়ার স্টারমার আরও লিখেছেন, অস্থায়ী যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার স্থায়ী যুদ্ধবিরতি হওয়া প্রয়োজন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই প্রথমবারের মতো ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর বিষয়টি স্পষ্টভাবে বললেন। এর আগে তিনি বলেছিলেন, ‘ইউক্রেনে কোনো শান্তিচুক্তি হলে তা বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাজ্য সহায়তা করতে প্রস্তুত রয়েছে।’

কিয়ার স্টারমার তাঁর প্রবন্ধে আরও লেখেন, ‘ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে যুক্তরাজ্য ভূমিকা রাখতে রাজি আছে। কথাটি আমি কথার কথা হিসেবে বলছি না। বরং স্পষ্টভাবে দায়িত্ব নিয়েই বলছি। আমি জানি, এতে ব্রিটিশ সেনারা ক্ষতির মুখে পড়তে পারে।’

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজ সোমবার প্যারিসে জরুরি সম্মেলনে বসতে যাচ্ছেন ইউরোপের দেশগুলোর নেতারা।

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র জানায়, তারা ইউক্রেনে যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে সেই আলোচনায় ইউরোপের দেশগুলোকে রাখা হবে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ।

কেইথ কেলগের ওই মন্তব্যের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপের দেশগুলোর নেতাদের নিয়ে জরুরি সম্মেলনের ডাক দেন। ধারণা করা হচ্ছে, আজকের সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ইউরোপের আরও কয়েকটি দেশের নেতারা অংশ নেবেন।

.

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাশিয়া–ইউক্রেন সংকট নিয়ে আরও পড়ুন

গবেষণায় ১৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৩টি (৫৭ দশমিক ৮ শতাংশ) নমুনায় সিসার পরিমাণ নিরাপদ মাত্রা ৯০ পিপিএমের নিচে ছিল। বাকি ৬৮টি নমুনা (৪২ দশমিক ২ শতাংশ) বিএসটিআই নির্ধারিত সীমা অতিক্রম করেছে। এর মধ্যে, ২৬ দশমিক ২ শতাংশ নমুনায় সিসার পরিমাণ ১ হাজার পিপিএমের বেশি এবং ৩ দশমিক ১ শতাংশে ৫০ হাজার পি

৩ দিন আগে

রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) বর্ণাঢ্য আয়োজনে মুখরিত হয়ে ওঠে সদ্যপুষ্করনী । ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ঘনিষ্ঠভাবে জানার উদ্দেশ্যে আগমন করেন

৬ দিন আগে

দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ১৩৫টি। শেখ হাসিনা সরকার গত পনেরো বছরে দেশে একের পর এক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত না করে অপরিকল্পিতভাবে এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। অনেক ক্ষেত্রে চাহিদাও বিবেচনায় নেওয়া হয়নি

৮ দিন আগে

বন্ধু মনে হলেই, বন্ধু হয়ে গেছি। সে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান দেখার সময় আমার নেই। তবে এর জন্য আমার মাকে অনেক কথা শুনতে হয়েছে। এবং এ কারণে আমার পিঠে বেত এবং গাছের ডাল ভাঙা হয়েছে। কিন্তু আমি নিজের জগতে অবিচল

৮ দিন আগে