এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য অর্জন

প্রতিনিধি
ইউএই
Thumbnail image
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পদক জয়ী ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানান আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল।

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। পদকজয়ী এই দলটি সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরছে।

এশিয়ান পর্যায়ে যেখানে পদক জিততে স্বাভাবিক ক্রীড়াবিদদেরও কঠিন লড়াই করতে হয়, সেখানে প্যারা গেমসের মঞ্চে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরেছেন বাংলাদেশের এই অদম্য তারকারা। দলের সাফল্যের মূল নায়ক-নায়িকা চৈতী রানী দেব ও শহিদুল্লাহ। খর্বকায় ক্রীড়াবিদ চৈতী রানী দেব জ্যাভলিন থ্রোতে ১১ মিটার দূরত্বে নিক্ষেপ করে এবং ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে একাই দুটি স্বর্ণপদক জিতেছেন।

অন্যদিকে, দুই পা না থাকলেও এক পায়ে ভর করে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন সাঁতারু শহিদুল্লাহ। তিনি ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ এবং ১০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ পদক অর্জন করেন। এছাড়া মেয়েদের হুইলচেয়ার বাস্কেটবল দল একটি ব্রোঞ্জ পদক জিতে বাংলাদেশের পদক তালিকা সমৃদ্ধ করে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পদকজয়ী ক্রীড়াবিদদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ও কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান। এ সময় প্রবাসী বাংলাদেশিরাও দেশের জন্য গৌরব বয়ে আনা এই ক্রীড়াবিদদের অভিনন্দন জানান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্য খেলা নিয়ে আরও পড়ুন

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। পদকজয়ী এই দলটি সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরছে।

৫ ঘণ্টা আগে

শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন লিওনেল মেসি। তিন দিনের সফরে ভারতে গিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ সফরে মেসির সঙ্গে আছেন ইন্টার মায়ামি সতীর্থ সুইস সুয়ারেস ও রদ্রিগো দে পল।

২ দিন আগে

রাজধানীর একটি আন্তর্জাতিক হোটেলে আজ অনুষ্ঠিত হলো বিপিএল ১২তম আসরের নিলাম, যেখানে অংশ নিয়েছে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস—মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি

১৫ দিন আগে

ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে উত্তেজনাপূর্ণ আবহে শেষ হলো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ও ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শক উপস্থিতিতে খেলার উত্তেজনা মেলার পরিবেশ তৈরি হয়

১৬ দিন আগে