ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

এবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দুঃসাহসিক কীর্তি গড়লেন বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল।

বাংলাদেশ থেকে ৩৭ বছর পর দুজন সাঁতারু পাড়ি দিলেন ইংলিশ চ্যানেল। ভারতের দুই সাঁতারুর সঙ্গে রিলে পদ্ধতিতে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন তারা। বাংলাদেশ থেকে সর্বশেষ ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

মঙ্গলবার (২৯ জুলাই) ১২ ঘণ্টা ১০ মিনিট সাঁতরিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেন পাবনার সাগর ও কিশোরগঞ্জের হিমেল। জুলাই মাসের প্রথম সপ্তাহে দুই সাঁতারু লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ৩৪ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল শেষ করতে তাদের সময় লাগে ১২ ঘণ্টা ১০ মিনিট।

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে স্লট বুকিং ছিল তাদের। বৈরী আবহাওয়ার জন্য কয়েকবার পিছিয়েছে সময়।

কিশোরগঞ্জের নাজমুল হক বিকেএসপির সাবেক শিক্ষার্থী। চীনের বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটি থেকে শারীরিক শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এই সাঁতারু। জাতীয় ও বয়সভিত্তিক পর্যায়ে বহুবার চ্যাম্পিয়ন হয়েছেন। বয়সভিত্তিক সাঁতারে ২০টি সোনা ও ১৫টি রুপার পাশাপাশি ২০০৬-২০০৮ সালের মধ্যে জাতীয় প্রতিযোগিতায় পেয়েছেন ৫টি সোনা ও ৪টি রুপা।

অন্যদিকে, মাহফিজুর রহমানের বাড়ি পাবনাতে। জাতীয় পর্যায়ে প্রায় ৫০টি স্বর্ণ জয়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ২০১০ সালে এসএ গেমসে জিতেছেন দুটি রুপা ও একটি ব্রোঞ্জ, ২০১৬ সালে গুয়াহাটি এসএ গেমসে সাতটি ব্রোঞ্জ এবং ২০১৯ সালের নেপাল এসএ গেমসে একটি ব্রোঞ্জ। ২০১৬ সালে থাই ওপেনে সোনা জেতেন মাহফিজুর। ২০১২ সালের লন্ডন অলিম্পিক ও ২০১৬ সালের রিও অলিম্পিকে গিয়েছিলেন তিনি।

এর আগে, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের তিনজন সাঁতারু। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় সাঁতারু ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি।

১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্য খেলা নিয়ে আরও পড়ুন

খেলাধুলা শুধু বিনোদন নয়, বরং মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে যুব সমাজকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। ফুটবল টুর্নামেন্টের মতো এ ধরনের আয়োজন গ্রামীণ ক্রীড়া ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

১৩ ঘণ্টা আগে

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার ও ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছি। এই জয়ও তাদের উৎসর্গ করেছি। ‘কিছু বিষয় খেলার আবেগের থেকেও বড়

১৭ ঘণ্টা আগে

এই জয়ের পর গ্রুপে শ্রীলঙ্কার নেট রান রেট দাঁড়াল +২.৫৯৫। আফগানিস্তান শীর্ষে রয়েছে +৪.৭০০ রান রেটে। অন্যদিকে দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশ নেমে গেছে –০.৬৫০ রান রেটে। যার ফলে এশিয়া কাপের পরের পর্বে যাওয়ার লক্ষ্যে লেগে গেছে বিশাল এক ধাক্কা

২ দিন আগে

হিসাব অনুযায়ী গত বছর রোনালদোর প্রতি সেকেন্ডেই আয় ছিল ৬ দশমিক ১০ পাউন্ড করে। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও ইতালির জুভেন্টাসে খেলার সময়ও বিভিন্ন সময় নানা পরিসংখ্যানে খেলোয়াড়দের আয়ে রাজত্ব করেছেন রোনালদো

৩ দিন আগে