জাতীয় ফুটসাল দলে নীলফামারীর ছেলে সৃজন

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৯: ২১
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন। ২০২৬ সালে সাউথ এশিয়া ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) ফুটসাল দলে খেলবেন জাতীয় দলের হয়ে।
সেলিম সাদমান সৃজন ইউনাইটেড ইণ্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সে নীলফামারী জেলা শহরের জুম্মাপাড়ার অধ্যাপক তরিকুল আলম লিখন ও শামীম আরা সোমা দম্পত্তির একমাত্র ছেলে। তার বড়বোন নোশিন তাবাসসুম স্মরণ একজন বিশিষ্ট কণ্ঠ শিল্পী।
জাতীয় ফুটসাল দলের ওই খেলোয়ারের রয়েছে একাধি প্রতিভা। খেলাধুলা ছাড়াও পরিচিত তিনি কণ্ঠশিল্পী, বাঁশি ও গিটার বাদক হিসেবে। তার অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের স্পোটর্স ক্লাবের নিয়মিত সদস্য।

photo 15.1

সূত্রমতে, বাংলাদেশ জাতীয় ফুটসাল দল আন্তর্জাতিক ফুটসাল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। দলটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুকে) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) দ্বারা নিয়ন্ত্রিত। এসএএফএফ ফুটসাল বলতে দক্ষিণ এশিয় ফুটবল ফেডারেশন আয়োজিত ফুটসাল প্রতিযোগিতা বোঝানো হয়। এই ফেডারেশনটি ফুটসাল টুর্নামেণ্টের আয়োজন করে। ২০২৬ সালে সাফ সদস্য দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। ওই প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় দলের হয়ে অংশ নিবেন নীলফামারীর সন্তান সেলিম সাদমান সৃজন।
জাতীয় ফুটসাল দলে সেলিম সাদমান সৃজন স্থান পাওয়ায় ইউআইইউ-এর প্রশাসন, অনুষদ এবং শিক্ষার্থীরা অপরিসীম গর্ব এবং সমর্থন প্রকাশ করেছে। তার যাত্রা সহপাঠী এবং ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শিক্ষাগত দক্ষতার সাথে অন্যান্য উৎকর্ষতার ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরার উদহরণ হিসেবে বর্ণনা করেছেন তার শিক্ষক, সহপঠী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তার এমন কৃতিত্বের অনুভুতিতে বিশ্ববিদ্যালয়ের অনেকেই উল্লেখ করেছেন ক্যারিয়ারে এটি একটি উত্তেজনাপূর্ণ মাইলফলক। সমগ্র বিশ্ববিদ্যালয় সম্প্রদায় আসন্ন চ্যাম্পিয়নশীপে তার পারফরম্যান্স দেখতে আগ্রহী। এই নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে, ইউআইইউ তার পিছনে দাঁড়িয়ে আছে, জাতীয় ফুটসাল পর্যায়ে তার দেশ এবং তার বিশ্ববিদ্যালয় উভয়ের প্রতিনিধিত্ব করার জন্য তাকে শুভকামনা।
সেলিম সাদমান সৃজনের কৃতিত্বে খুশি তার পরিবার। ছেলের সাফল্যের অনুভুতিতে তার বাবা অধ্যাপক তরিকুল আলম লিখন বলেন,‘ছোটবেলা থেকে সৃজনের আগ্রহ ছিল খেলাধুলার প্রতি। লেখাপড়ার পাশপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা করতো নিয়মিত। আজকে তার কৃতিত্বে আমার পুরো পরিবার আনন্দিত। দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাতে কৃতিত্ব অর্জণ করতে পারে এজন্য সকলের কাছে দোওয়া চাচ্ছি’।
১৫ সেপ্টেম্বর জাতীয় পর্যায়ে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সেলিম সাদমান সৃজন দলে স্থান পান বলে জানান তিনি।
উল্লেখ্য, ফুটসাল হলো একটি ইনডোর ফুটবল খেলা, যেখানে প্রতি দলে পাঁচজন করে খেলোয়াড় থাকে এবং ছোট, শক্ত মাটিতে খেলা হয়। এটি একটি দ্রুতগতির এবং কৌশলগত খেলা, যেখানে বল নিয়ন্ত্রণ এবং ছোট জায়গার মধ্যে পাসিং গুরুত্বপূর্ণ। ফুটসাল শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ "fútbol de salón" থেকে, যার অর্থ "ঘরের ভিতরের ফুটবল"।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্য খেলা নিয়ে আরও পড়ুন

বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন

১৪ ঘণ্টা আগে

রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের

১ দিন আগে

ন্যাশনাল ইয়ুথ এলায়েন্স বাংলাদেশ আয়োজিত “আবু সাঈদ-মীর মুগ্ধ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর প্রীতি ম্যাচে অসাধারণ লড়াই উপহার দিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

২ দিন আগে

টানা তিন ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া ইংল্যান্ডের । শনিবার (১ নভেম্বর) ইংল্যান্ডের দেওয়া ২২৩ রানের টার্গেটে ব্যাট করে নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী হয়

২ দিন আগে