ইতিহাস ভাঙার চ্যালেঞ্জ টেস্টে

দক্ষিণ আফ্রিকার বিশাল লক্ষ্য ভারতের সামনে

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

গুয়াহাটিতে চলমান দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে ভারতকে দক্ষিণ আফ্রিকার কাছে ৫৪৯ রানের বিশাল লক্ষ্য পূরণ করতে হবে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই স্বাগতিক ভারতীয় দলের ব্যাটসম্যানরা বিপদে পড়েছেন। দিনের শেষ পর্যন্ত ভারত দুটি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে মাত্র ২৭ রান। এই সময়ে যশস্বী জয়সয়াল ও লোকেশ রাহুল আউট হয়ে ফিরে গেছেন সাজঘরে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সফল রানের তাড়া ৪১৮, যা করেছেন ওয়েস্ট ইন্ডিজ। সেই রেকর্ড ভেঙে ভারতের জয় নিশ্চিত করতে হলে আরও ১৩১ রান প্রয়োজন। অর্থাৎ, ভারতের সামনে ইতিহাসের সবচেয়ে বড় রান তাড়ার চ্যালেঞ্জ।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশেষভাবে এশিয়ার মাটিতে এত বড় লক্ষ্য তাড়া করে জয়ী হওয়ার রেকর্ডও ওয়েস্ট ইন্ডিজের। ২০১২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ৩৯৫ রান তাড়া করে জয় পেয়েছিল ক্যারিবীয় দল। ভারতের মাটিতে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ২০০৮ সালের, যখন ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৭ রান তাড়া করে জয় পেয়েছিল ভারত।

চতুর্থ দিনে ভারতের হাতে অবশিষ্ট রয়েছে ৮ উইকেট। পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে, জয় প্রায় অসম্ভব, এবং বাকি লড়াই কেবল ড্রর দিকে এগোবে। যদিও ড্র করলেও সিরিজ বাঁচানো যাবে না ভারতীয় দলের জন্য। কলকাতা টেস্ট হেরে ভারতের অবস্থান পিছিয়ে, এবং ১৯৯৯ সালের পর প্রথমবার প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ জয়ের আশা দূর হতে বসেছে।

এর আগে টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রানের বড় স্কোর করেছে। জবাবে ভারত গুটিয়ে যায় মাত্র ২০১ রানে। দ্বিতীয় ইনিংসে ২৮৮ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ট্রিস্টান স্টাবসের ৯৪ ও টনি ডি জর্জির ৪৯ রানের ইনিংসে ৫ উইকেটে ২৬০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেন টেম্বা বাভুমা। ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। পদকজয়ী এই দলটি সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরছে।

২ দিন আগে

শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন লিওনেল মেসি। তিন দিনের সফরে ভারতে গিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ সফরে মেসির সঙ্গে আছেন ইন্টার মায়ামি সতীর্থ সুইস সুয়ারেস ও রদ্রিগো দে পল।

৪ দিন আগে

রাজধানীর একটি আন্তর্জাতিক হোটেলে আজ অনুষ্ঠিত হলো বিপিএল ১২তম আসরের নিলাম, যেখানে অংশ নিয়েছে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস—মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি

১৭ দিন আগে

ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে উত্তেজনাপূর্ণ আবহে শেষ হলো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ও ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শক উপস্থিতিতে খেলার উত্তেজনা মেলার পরিবেশ তৈরি হয়

১৮ দিন আগে