মালয়েশিয়ায় প্রবাসীদের অংশগ্রহনে টি-২০ টুর্নামেন্ট

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: প্রতিনিধি

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-২০ টুর্নামেন্ট। 'বিডি এক্সপ্যাট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫' নামে ১২ দলের এ টুর্নামেন্টে অংশ নেবে দেশটির বিভিন্ন রাজ্যের প্রবাসী বাংলাদেশীদের ক্রিকেট দল। গতকাল শুক্রবার ( ২৫ জুলাই) রাজধানী কুয়ালালামপুরের ইয়াহালা রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর সভাপতি মো: সাইফ উদ্দিন। এসময় প্রবাসী খেলোয়াড়দের উৎসাহ যোগাতে পুরো টুর্নামেন্টে বিশেষ আকর্ষন হিসাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল ইসলাম উপস্থিত থাকবেন বলে ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক পরিকল্পনা ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটি'র আমন্ত্রনে সাড়া দিয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার ইচ্ছে পোষণ করেছেন কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মো: শামিম আহসান। একই সঙ্গে মালয়েশিয়ান ক্রিকেট এসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ অব্যহত রেখেছে আয়োজক প্রতিষ্ঠান বিডি স্পোর্টস। এমসিএ'র পরামর্শে রাজধানী কুয়ালালামপুর ও এর আশপাশের আন্তর্জাতিক মানের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে পুরো টুর্নামেন্ট। আইসিসি'র নিয়ম মেনে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন মালয়েশিয়ার অভিজ্ঞ আম্পিয়াররা। ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

সংবাদ সম্মেলন থেকে, টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের ১৫ আগস্টের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়। এছাড়া চ্যাম্পিয়নদের জন্য ট্রফির পাশাপাশি প্রাইজমানি ৩৫০০ রিঙ্গিত বা এক লক্ষ পাঁচ হাজার টাকা ও রানার আপে'র জন্য ২০০০ রিঙ্গিত বা ৭০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এছাড়া প্রতিটি খেলায় সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের জন্যও রাখা হয়েছে বিশেষ পুরস্কার।

এছাড়া খেলাপ্রিয় দর্শকদের মাঠে এসে বিনামুল্যে খেলা উপভোগের আহ্বান জানানো হয় ঐ সংবাদ সম্মেলন থেকে। একই সঙ্গে যারা মাঠে আসতে পারবেন না তাদের জন্য ফেইসবুক ও ইউটিউবে সরাসরি প্রতিটি খেলা দেখানোরও ব্যাবস্থা রাখা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর সহ-সভাপতি মোঃ রাফিজ রহমান রাসেল, সহ-সভাপতি আব্দুল মোবিন ভুঁইয়া, সহ-সভাপতি সোহাগ আহমেদ, সাধারন সম্পাদক আলী আজগর মিলন, টুর্নামেন্ট পরিচালক মোঃ হাফিজুর রহমান, প্রযুক্তি পরিচালক জুবায়ের রহমান, ম্যাচ,ফিক্সচার,আম্পায়ার ও স্কোরার কমিটির আহবায়ক শাহাজাহান আলম, পরিচালক রায়হান, লজিস্টিক পরিচালক মোঃ ইকবাল হোসেন, লজিস্টিক ম্যানেজার মোঃ রফিক, মিডিয়া ও জনসংযোগ পরিচালক বাপ্পী কুমার দাসসহ বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা।

টুর্নামেন্ট'কে ঘিরে প্রবাসীদের ব্যাপক আগ্রহ ও উদ্দিপনা ছড়িয়ে পড়েছে উল্লেখ করে এ আয়োজনকে সফল করতে সকলের সহযোগীতা চান আয়োজক বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর পরিচালনা কমিটি'র সদস্যবৃন্দ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত এই লিগ ক্রিস গেইল ও থিসারা পেরেরাদের জন্য মহা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের হোটেলে রেখে, আয়োজকরা শহর ত্যাগ করেছেন

১৮ ঘণ্টা আগে

রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল

২১ ঘণ্টা আগে

বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন

২ দিন আগে

রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের

২ দিন আগে