নারী ক্রিকেট বিশ্বকাপ-২০২৫

বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো বাংলাদেশ

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের টিকিট একরকম হাতছাড়া হয়েই যাচ্ছিল। তবে ভাগ্য যে শেষ হাসি হাসবে বাংলাদেশের হয়েই, তা হয়তো আগে থেকেই লেখা ছিল।

কঠিন হিসেবের খেলায় ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলতে মাত্র ১০ ওভারের মধ্যেই। এমনকি ম্যাচ সমতায় নিয়ে গিয়ে ১২ ওভারের ভেতরে ১৭২ রান করলেও নেট রান রেটের হিসেবে বাংলাদেশকে টপকে যেতে পারত ক্যারিবীয়রা।

কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। ১০.৫ ওভারে ১৬৮ রান তুলে জয় পেলেও প্রয়োজনীয় ব্যবধানে এগোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে নিগার সুলতানাদের জন্য স্বস্তির নিঃশ্বাস।

নেট রান রেটের লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে থাকল খুব সামান্য ব্যবধানে-

বাংলাদেশ: +০.৬৩৯

ওয়েস্ট ইন্ডিজ: +০.৬২৬

আসন ঠিক থাকল বাংলাদেশের জন্যই। শেষ পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত হলো নিগার বাহিনীর, তবে বলা যায়, কানের পাশ দিয়ে গুলি গেছে!

এর আগে গতকাল পাকিস্তানের মেয়েদের কাছে হার এসেছে ৭ উইকেটে। লাহোরে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে তোলে ১৭৮ রান। জবাবে মুনিয়া আলী এবং আলিয়া রিয়াজের জোড়া অর্ধশতক পাকিস্তানকে এনে দিয়েছে সহজ জয়। ৬২ বল হাতে রেখেই জয় তুলেছে স্বাগতিকরা।

অথচ বাংলাদেশের সামনে সুযোগ ছিল অনেকটা নির্ভার থেকেই বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করার। পাকিস্তানের বিপক্ষে অবশ্য তেমন কোনো ভাল পারফরম্যান্সই আসেনি। ব্যাটিং ইউনিটে শুরুর প্রত্যেকেই ছিলেন ব্যর্থ। শারমিন আক্তারের ২৪ আর রিতু মনির ৪৮ রান কিছুটা অন্তত ভরসা দিয়েছিল বাংলাদেশের মেয়েদের। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে উপরে উঠে আসা নাহিদা করেছেন ১৯ রান। লাহোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের হার বাংলাদেশ নারী দলের জন্য বড় ধাক্কা হয়ে আসে। টস জিতে ব্যাট করতে নামা নিগার সুলতানার দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৭৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ৩৯.৪ ওভারেই সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান, হারায় মাত্র ৩টি উইকেট।

ইনিংসের দ্বিতীয় ওভারেই শূন্য রানে ফেরেন ফারজানা হক। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ফেরেন মাত্র ১ রানে। এরপর হাল ধরেন রিতু মনি (৪৮) ও ফাহিমা খাতুন (৪৪)। তবে মাঝারি এই সংগ্রহ পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে যথেষ্ট হয়নি।

১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মারুফা আক্তার আঘাত হানলেও এরপর আর থামেনি পাকিস্তান। মুনেবা আলির ৬৯ ও আলিয়া রিয়াজের অপরাজিত ৫২ রানের ইনিংসে ভর করে ৩৯.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

এই হারের পর বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ হেরে ফেলেছে। এখন তাদের ভাগ্য নির্ভর করছে থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ওপর। যদি থাইল্যান্ড জয় পায়, তাহলে বাংলাদেশ সরাসরি পাবে বিশ্বকাপের টিকিট। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জয়ী হলে দেখতে হবে রান রেট।

বাংলাদেশ বর্তমানে +১.০৩৩ রান রেটে এগিয়ে, আর ওয়েস্ট ইন্ডিজের রান রেট –০.২৮৩। তাই ক্যারিবীয়দের বড় ব্যবধানে জিততেই হবে বাংলাদেশকে টপকাতে।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে ১৭৮/৯ (রিতু মনি ৪৮, ফাহিমা খাতুন ৪৪)

পাকিস্তান: ৩৯.৪ ওভারে ১৮১/৩ (মুনেবা ৬৯, আলিয়া রিয়াজ ৫২*)

ফল: পাকিস্তান জয়ী ৭ উইকেটে

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলেননি, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে

১৩ ঘণ্টা আগে

ম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে

২ দিন আগে

পেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।

২ দিন আগে

এশিয়ান অভিযান ছিল চ্যালেঞ্জিং, তবে তাৎপর্যপূর্ণ জয়েও ভরপুর— যেমন ভারতের আইএসএলের শক্তিশালী দল মোহন বাগান সুপার জায়ান্টকে হারানো, অথবা সম্প্রতি সিরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব আল-কারামাহকে একমাত্র গোলে পরাজিত করা

৩ দিন আগে