স্পোর্টস ডেস্ক

শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন মিচেল স্টার্ক। বল হাতে যেন আগুন ছুড়লেন বাঁহাতি এই পেসার। প্রথম ওভারেই ৩ উইকেট, পরে আরও আরও ৩টি—টানা ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন স্টার্ক। তার সঙ্গে যোগ দিলেন স্কট বোল্যান্ড, তিন বলে তিন উইকেট নিয়ে করলেন হ্যাটট্রিক!
অস্ট্রেলিয়ার বোলারদের তাণ্ডবে তৃতীয় দিনের মধ্যেই মাত্র ২৭ রানে গুটিয়ে গেল স্বাগতিক উইন্ডিজের দ্বিতীয় ইনিংস।
তবে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানের লজ্জা থেকে এক রান দূরে থেকে সম্মান বাঁচিয়েছে দলটি।
কিংস্টনে ম্যাচ শেষে কি দুটো ড্রপ ক্যাচের জন্য আফসোস করেছে অস্ট্রেলিয়া? কিংবা ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেওয়ার ঠিক আগের বলে যে মিসফিল্ডটা হলো, সেটার জন্য আফসোস করছেন স্যাম কন্সটাস?
আফসোস যদি হয়ও, সেটা তেমন পোড়ানোর কথা নয় অজিদের। কিংস্টনের স্যাবাইনা পার্কে অস্ট্রেলিয়া যা করেছে, তাতে আফসোস হবেই বা কী করে! বরং টেস্ট ক্রিকেট সাক্ষী হয়েছে অবিশ্বাস্য একটা দিনের।
টেস্টের চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ২৭ রানে অলআউট করেছে অস্ট্রেলিয়া। সেটাও মাত্র ১৪.৩ ওভারের মধ্যে। তাতে ম্যাচটা ১৭৬ রানে জিতেছে অস্ট্রেলিয়া, সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে।
শততম টেস্ট খেলতে নামা মিচেল স্টার্ক ৯ রানেই নিয়েছেন ৬ উইকেট। সে পথে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। আর স্কট বোল্যান্ড করেছেন হ্যাটট্রিক।
এমন অবিশ্বাস্য দিনে আফসোসের কথা আসছে কেন? উইন্ডিজ কাল গুটিয়ে গেছে ২৭ রান। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর চেয়ে কম রানে অলআউট রেকর্ড হওয়ার রেকর্ড নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল কিউইরা।
টেস্ট ইতিহাসে প্রতিপক্ষকে সবচেয়ে কম রানে অলআউট করার ৭০ বছর আগের সে রেকর্ডে নিজেদের নামটাও যোগ করার সুযোগ এসেছিল অস্ট্রেলিয়ার সামনে। যোগ কী, আরও কম রানেই তো উইন্ডিজকে অলআউট করার সুযোগ পেয়েছিল তারা!
মিচেল স্টার্কের তোপে মাত্র ১১ রানে ৬ উইকেট হারায় উইন্ডিজ। এর মধ্যে স্টার্ক নিজের প্রথম ১৫ বলের মধ্যে ৫ উইকেট নিয়েছেন, লাল বলের ক্রিকেটে যা বলের হিসেবে দ্রুততম ৫ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড।
এরপর থেকেই অস্ট্রেলিয়ার 'আফসোসে'র গল্প। ইনিংসের সপ্তম ওভারে স্টার্কের পঞ্চম বলে ক্যাচ দিয়েছিলেন আলজারি জোসেফ, কিন্তু তৃতীয় স্লিপে থাকা কন্সটাস সেটা মিস করে ফেলেন। জোসেফ আরও একবার জীবন পেয়েছেন। ইনিংসের ১৩তম ওভারের সে ঘটনাটাও স্টার্কের বলেই। ততক্ষণে উইন্ডিজের স্কোরবোর্ডে উইকেটের ঘর ৬-ই থাকলেও রান বেড়ে ২৬ হয়েছে।
পরের ওভারে পরপর তিন বলে জাস্টিন গ্রিভস, শামার জোসেফ ও জোমেল ওয়ারিকানকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন বোল্যান্ড। ২৬ রানে ৯ উইকেট নেই উইন্ডিজের। এর পরের ওভারে স্টার্কের দ্বিতীয় বলে সেই মিসফিল্ড। সেটার সুযোগে ১ রান নেয় ক্যারিবিয়ানরা। তাতে টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানে (যৌথভাবে) গুটিয়ে যাওয়ার হাত থেকে মুক্তি মেলে উইন্ডিজের।
পরের বলে জেডন সিলসকে বোল্ড করে উইন্ডিজের ব্যাটিং ধসের সমাপ্তি টানের স্টার্ক। তাতে আরেকটা রেকর্ডে যুক্ত হয়েছে উইন্ডিজের নাম। দলটির ৭ জন্য ব্যাটসম্যানই আউট হয়েছেন শূন্য রানে। এক ইনিংসে সবচেয়ে বেশি 'ডাকে'র রেকর্ড এটি। চারজন রানের খাতা খুলেছেন। এর মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শুধু জাস্টিন গ্রেভস (১১)

শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন মিচেল স্টার্ক। বল হাতে যেন আগুন ছুড়লেন বাঁহাতি এই পেসার। প্রথম ওভারেই ৩ উইকেট, পরে আরও আরও ৩টি—টানা ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন স্টার্ক। তার সঙ্গে যোগ দিলেন স্কট বোল্যান্ড, তিন বলে তিন উইকেট নিয়ে করলেন হ্যাটট্রিক!
অস্ট্রেলিয়ার বোলারদের তাণ্ডবে তৃতীয় দিনের মধ্যেই মাত্র ২৭ রানে গুটিয়ে গেল স্বাগতিক উইন্ডিজের দ্বিতীয় ইনিংস।
তবে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানের লজ্জা থেকে এক রান দূরে থেকে সম্মান বাঁচিয়েছে দলটি।
কিংস্টনে ম্যাচ শেষে কি দুটো ড্রপ ক্যাচের জন্য আফসোস করেছে অস্ট্রেলিয়া? কিংবা ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেওয়ার ঠিক আগের বলে যে মিসফিল্ডটা হলো, সেটার জন্য আফসোস করছেন স্যাম কন্সটাস?
আফসোস যদি হয়ও, সেটা তেমন পোড়ানোর কথা নয় অজিদের। কিংস্টনের স্যাবাইনা পার্কে অস্ট্রেলিয়া যা করেছে, তাতে আফসোস হবেই বা কী করে! বরং টেস্ট ক্রিকেট সাক্ষী হয়েছে অবিশ্বাস্য একটা দিনের।
টেস্টের চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ২৭ রানে অলআউট করেছে অস্ট্রেলিয়া। সেটাও মাত্র ১৪.৩ ওভারের মধ্যে। তাতে ম্যাচটা ১৭৬ রানে জিতেছে অস্ট্রেলিয়া, সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে।
শততম টেস্ট খেলতে নামা মিচেল স্টার্ক ৯ রানেই নিয়েছেন ৬ উইকেট। সে পথে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। আর স্কট বোল্যান্ড করেছেন হ্যাটট্রিক।
এমন অবিশ্বাস্য দিনে আফসোসের কথা আসছে কেন? উইন্ডিজ কাল গুটিয়ে গেছে ২৭ রান। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর চেয়ে কম রানে অলআউট রেকর্ড হওয়ার রেকর্ড নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল কিউইরা।
টেস্ট ইতিহাসে প্রতিপক্ষকে সবচেয়ে কম রানে অলআউট করার ৭০ বছর আগের সে রেকর্ডে নিজেদের নামটাও যোগ করার সুযোগ এসেছিল অস্ট্রেলিয়ার সামনে। যোগ কী, আরও কম রানেই তো উইন্ডিজকে অলআউট করার সুযোগ পেয়েছিল তারা!
মিচেল স্টার্কের তোপে মাত্র ১১ রানে ৬ উইকেট হারায় উইন্ডিজ। এর মধ্যে স্টার্ক নিজের প্রথম ১৫ বলের মধ্যে ৫ উইকেট নিয়েছেন, লাল বলের ক্রিকেটে যা বলের হিসেবে দ্রুততম ৫ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড।
এরপর থেকেই অস্ট্রেলিয়ার 'আফসোসে'র গল্প। ইনিংসের সপ্তম ওভারে স্টার্কের পঞ্চম বলে ক্যাচ দিয়েছিলেন আলজারি জোসেফ, কিন্তু তৃতীয় স্লিপে থাকা কন্সটাস সেটা মিস করে ফেলেন। জোসেফ আরও একবার জীবন পেয়েছেন। ইনিংসের ১৩তম ওভারের সে ঘটনাটাও স্টার্কের বলেই। ততক্ষণে উইন্ডিজের স্কোরবোর্ডে উইকেটের ঘর ৬-ই থাকলেও রান বেড়ে ২৬ হয়েছে।
পরের ওভারে পরপর তিন বলে জাস্টিন গ্রিভস, শামার জোসেফ ও জোমেল ওয়ারিকানকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন বোল্যান্ড। ২৬ রানে ৯ উইকেট নেই উইন্ডিজের। এর পরের ওভারে স্টার্কের দ্বিতীয় বলে সেই মিসফিল্ড। সেটার সুযোগে ১ রান নেয় ক্যারিবিয়ানরা। তাতে টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানে (যৌথভাবে) গুটিয়ে যাওয়ার হাত থেকে মুক্তি মেলে উইন্ডিজের।
পরের বলে জেডন সিলসকে বোল্ড করে উইন্ডিজের ব্যাটিং ধসের সমাপ্তি টানের স্টার্ক। তাতে আরেকটা রেকর্ডে যুক্ত হয়েছে উইন্ডিজের নাম। দলটির ৭ জন্য ব্যাটসম্যানই আউট হয়েছেন শূন্য রানে। এক ইনিংসে সবচেয়ে বেশি 'ডাকে'র রেকর্ড এটি। চারজন রানের খাতা খুলেছেন। এর মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শুধু জাস্টিন গ্রেভস (১১)

ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত এই লিগ ক্রিস গেইল ও থিসারা পেরেরাদের জন্য মহা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের হোটেলে রেখে, আয়োজকরা শহর ত্যাগ করেছেন
১৮ ঘণ্টা আগে
রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল
২১ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন
২ দিন আগে
রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের
২ দিন আগেভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত এই লিগ ক্রিস গেইল ও থিসারা পেরেরাদের জন্য মহা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের হোটেলে রেখে, আয়োজকরা শহর ত্যাগ করেছেন
রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল
বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন
রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের