তানভীরের বোলিংয়ে বরিশাল জয়, আল আমিনের সেঞ্চুরি ম্যাচ ড্র

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

পঞ্চম রাউন্ডের জাতীয় ক্রিকেট লিগে চার ম্যাচের মধ্যে দুটি ম্যাচেই দারুণ উত্তাপ দেখা গেছে। কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বরিশাল বিভাগ ঢাকা বিভাগের বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে। একই সঙ্গে খুলনা ও ময়মনসিংহের ম্যাচ ড্র হয়েছে।

বরিশালের জয় এসেছে অধিনায়ক তানভীর ইসলামের নেতৃত্বে। ঢাকা বিভাগের দ্বিতীয় ইনিংসে তানভীর ৬৪ রানে ৭ উইকেট শিকার করেন, যার ফলে ঢাকা অলআউট হয় মাত্র ১৬৯ রানে। ১০২ রানের সহজ লক্ষ্য পূরণ করতে বরিশাল হারায় মাত্র ৪ উইকেট। ওপেনার ইফতিখার হোসেন ৫৭ রানে অপরাজিত থেকে দলের জয়ে অবদান রাখেন। তানভীরের জন্য এটি প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টমবারের ৫ উইকেট এবং তার দ্বিতীয় সেরা বোলিং ফিগার।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অন্যদিকে, খুলনা-ময়মনসিংহ ম্যাচে শেষ দিনে দুই দলের মধ্যে কোন জয় হয়নি। ময়মনসিংহ প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৫৯ রান তুলে ৭২ রানের লিড নিয়েছে। খুলনা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪০ রান তুলার পর ম্যাচ ড্র ঘোষণা করা হয়। ময়মনসিংহের আল আমিন জুনিয়র ১০২ রানে অপরাজিত থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম মৌসুমের মধ্যে চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন। এই ইনিংসে তিনি ৩ হাজার রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেন।

এই ম্যাচে আল আমিনের সঙ্গে আরিফ আহমেদ ৮১ রানের অবদান রাখেন, যা তাদের ১৪৯ রানের অষ্টম উইকেট জুটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুলনা ওপেনার সৌম্য সরকার দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করেন।

বরিশালের চতুর্থ দিনের জয় এবং খুলনা-ময়মনসিংহ ম্যাচের ড্র, উভয় ফলাফলই এই লিগে উত্তেজনা ধরে রাখছে, যেখানে ব্যক্তিগত পারফরম্যান্স এবং দলীয় কৌশলই মূল চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। পদকজয়ী এই দলটি সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরছে।

২ দিন আগে

শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন লিওনেল মেসি। তিন দিনের সফরে ভারতে গিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ সফরে মেসির সঙ্গে আছেন ইন্টার মায়ামি সতীর্থ সুইস সুয়ারেস ও রদ্রিগো দে পল।

৪ দিন আগে

রাজধানীর একটি আন্তর্জাতিক হোটেলে আজ অনুষ্ঠিত হলো বিপিএল ১২তম আসরের নিলাম, যেখানে অংশ নিয়েছে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস—মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি

১৭ দিন আগে

ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে উত্তেজনাপূর্ণ আবহে শেষ হলো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ও ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শক উপস্থিতিতে খেলার উত্তেজনা মেলার পরিবেশ তৈরি হয়

১৮ দিন আগে