সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আজ বুধবার (২১মে) রাত ৯টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে। দুই দলের কাছেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের লক্ষ্য থাকবে সিরিজ জয় নিশ্চিত করা এবং বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ানো।

বাংলাদেশ দল প্রথম দুই ম্যাচে কেমন পারফর্ম করেছে তার উপর নির্ভর করে দল নির্বাচনে কিছু পরিবর্তনও আসতে পারে। ব্যাটিং লাইনআপে ধারাবাহিকতা এবং বোলিংয়ে কার্যকারিতা ধরে রাখাই হবে মূল চ্যালেঞ্জ।

অপরদিকে, ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমন। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ২৭ রানের জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য কিছু ভুলে ২ উইকেটে হেরে যায় টাইগাররা।

এর আগে, টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত। এরমধ্যে প্রথম চার ম্যাচেই জয় পেয়েছিল টাইগাররা।

আসন্ন সিরিজের জন্য আগেই দল দিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে দলটি দুবাই থেকেই পাকিস্তান যাবে। খেলাগুলো বসবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সময় সূচি এখনও ঘোষণা করা হয়নি।

বুধবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সাম্প্রতিক ফর্ম ও পিএসএলে পারফর্ম্যান্স বিবেচনায় ১৬ জনকে বেছে নিয়েছে পাকিস্তান। এই সিরিজটি প্রধান কোচ মাইক হেসনের প্রথম অ্যাসাইনমেন্ট। বাংলাদেশের বিপক্ষে কুড়ি কুড়ির সিরিজে দলে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিদের মতো তারকা।

ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত ছিল এক সপ্তাহ। এর প্রভাব পড়েছে বাংলাদেশের পাকিস্তান সফরে। সূচি অনুযায়ী, ২৫ মে শুরুর কথা ছিল সিরিজ। পরিবর্তিত পরিস্থিতিতে এখন সেদিন হবে পিএসএলের ফাইনাল। তাই বাংলাদেশের সিরিজ যে পিছিয়ে যাচ্ছে। নতুন সূচিতে ২৭ মে থেকে সিরিজ শুরু করার প্রস্তাব দিয়েছে পিসিবি। তবে এখনও চূড়ান্ত হয়নি সিরিজ সূচি

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

পেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।

১০ ঘণ্টা আগে

এশিয়ান অভিযান ছিল চ্যালেঞ্জিং, তবে তাৎপর্যপূর্ণ জয়েও ভরপুর— যেমন ভারতের আইএসএলের শক্তিশালী দল মোহন বাগান সুপার জায়ান্টকে হারানো, অথবা সম্প্রতি সিরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব আল-কারামাহকে একমাত্র গোলে পরাজিত করা

১৬ ঘণ্টা আগে

ভারতীয় সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে, আগামী ১২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো ভারতের মাটিতে পা রাখছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। সেইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

২ দিন আগে

সিম্পসন শুধুমাত্র অসাধারণ একজন ব্যাটারই ছিলেন না, বরং ছিলেন দলগঠনের অন্যতম কারিগর। ১৯৫৭ থেকে ১৯৭৮ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৬২টি টেস্ট খেলেছেন, যেখানে ৪৬.৮১ গড়ে রান করেছেন এবং ৭১টি উইকেট নিয়েছেন লেগস্পিনে। সেই সময়ের সেরা স্লিপ ফিল্ডারদের একজন হিসেবেও খ্যাতি ছিল তার

২ দিন আগে