দেশে ফিরেছে ক্রিকেট দল

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
আপডেট : ০৬ জুন ২০২৫, ১৫: ২৭
Thumbnail image
ছবি: সংগৃহীত

ব্যর্থ দুটি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে পরপর দুই সিরিজে বিধ্বস্ত হওয়া লিটন-শান্তরা সোমবার (২ জুন) দেশে আসেন। দুই ধাপে লাহোর থেকে দুবাই হয়ে দেশে ফিরেছেন ক্রিকেটাররা।

গতকাল সোমবার প্রথম ভাগ বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় পোঁছেছে আর দ্বিতীয় গ্রুপটি এসেছে রাতে। সফরে শুরুতে আরব আমিরাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেলেও পরবর্তীতে তিন ম্যাচে রূপ নেয় সেটি।

জয় দিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হারে লিটন দাসের দল। পাকিস্তান সফরেও টানা তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবে দলটি। দেশে ফিরে ঈদের ছুটি কাটাবেন খেলোয়াড়রা।

চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। লঙ্কান সফরে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল শান্ত-লিটনরা।

দলের এমন অবস্থা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘একটি দলের পারফরম্যান্স কখনও ওপরে ওঠে, কখনও নেমে যায়। আমাদের আগে জানতে হবে নিচে নামার কারণ কী। সেটা পরিষ্কারভাবে জানলে উন্নতির পথও সহজ হবে। পাকিস্তান সফর শেষে জাতীয় দল দেশে ফিরলে আমরা প্রথমে পারফরম্যান্স মূল্যায়নের কাজ করব। খেলোয়াড়দের ফিডব্যাক দেব, আলোচনা করব কোথায় কোথায় উন্নতির জায়গা রয়েছে। যেহেতু আমরা তিন ফরম্যাটেই খেলি, সব জায়গাতে উন্নতির চেষ্টা থাকবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত এই লিগ ক্রিস গেইল ও থিসারা পেরেরাদের জন্য মহা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের হোটেলে রেখে, আয়োজকরা শহর ত্যাগ করেছেন

২ দিন আগে

রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল

২ দিন আগে

বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন

৩ দিন আগে

রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের

৩ দিন আগে