স্পোর্টস ডেস্ক
আগামী আগস্টে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ভারতের। তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বরাত দিয়ে জানিয়েছে, নির্ধারিত সময়ে ভারতের বাংলাদেশ সফর করার সম্ভাবনা নেই বললেই চলে।পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনার জেরে এখন শঙ্কায় এ সিরিজ।
ভারতীয় সংবাদ মাধ্যমে ‘টাইমস অব ইন্ডিয়া’ শুক্রবার (২ মে) বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সিরিজ খেলতে নাও আসতে পারে ভারত।
সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, এ সফর পূর্বনির্ধারিত। কিন্তু এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের না যাওয়ার সম্ভাবনা-ই বেশি।
সিরিজের ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল দুদলের। যা এখন মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
ভারতীয় সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে সিরিজ নিয়ে শঙ্কার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে বাংলাদেশের অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। যেখানে তারা বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের ফেসবুক মন্তব্যকে উদ্ধৃতি করেছে। যদিও সে ফেসবুক অ্যাকাউন্টটি ব্লু টিক দ্বারা চিহ্নিত নয় এবং বন্ধু তালিকায় সংখ্যাটাও মাত্র ৪২৭ জন।
প্রতিবেদনে তারা অবসরপ্রাপ্ত সে মেজর জেনারেলকে বর্তমান অন্তর্বর্তী সরকারের খুব-ই ঘনিষ্ঠ একজন-ই দাবি করে। যিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া। এব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।’
ভারত-পাকিস্তানের দ্বন্দ্বটি নতুন করে শুরু হয়েছে মূলত গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে ভয়াবহ বন্দুক হামলার জেরে। যেখানে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হন। এ হামলার পেছনে পাকিস্তানকে দায়ী করেছে ভারত। ইতোমধ্যে দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। সীমান্তে তৈরি হয়েছে উত্তেজনা।
আগামী আগস্টে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ভারতের। তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বরাত দিয়ে জানিয়েছে, নির্ধারিত সময়ে ভারতের বাংলাদেশ সফর করার সম্ভাবনা নেই বললেই চলে।পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনার জেরে এখন শঙ্কায় এ সিরিজ।
ভারতীয় সংবাদ মাধ্যমে ‘টাইমস অব ইন্ডিয়া’ শুক্রবার (২ মে) বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সিরিজ খেলতে নাও আসতে পারে ভারত।
সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, এ সফর পূর্বনির্ধারিত। কিন্তু এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের না যাওয়ার সম্ভাবনা-ই বেশি।
সিরিজের ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল দুদলের। যা এখন মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
ভারতীয় সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে সিরিজ নিয়ে শঙ্কার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে বাংলাদেশের অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। যেখানে তারা বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের ফেসবুক মন্তব্যকে উদ্ধৃতি করেছে। যদিও সে ফেসবুক অ্যাকাউন্টটি ব্লু টিক দ্বারা চিহ্নিত নয় এবং বন্ধু তালিকায় সংখ্যাটাও মাত্র ৪২৭ জন।
প্রতিবেদনে তারা অবসরপ্রাপ্ত সে মেজর জেনারেলকে বর্তমান অন্তর্বর্তী সরকারের খুব-ই ঘনিষ্ঠ একজন-ই দাবি করে। যিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া। এব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।’
ভারত-পাকিস্তানের দ্বন্দ্বটি নতুন করে শুরু হয়েছে মূলত গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে ভয়াবহ বন্দুক হামলার জেরে। যেখানে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হন। এ হামলার পেছনে পাকিস্তানকে দায়ী করেছে ভারত। ইতোমধ্যে দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। সীমান্তে তৈরি হয়েছে উত্তেজনা।
ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা স্বস্তিতে নেই চেলসি। লিগে বর্তমানে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে। তবুও পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত নয়। প্রিমিয়ার লিগে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে না পারলেও কনফারেন্স লিগে নিজেদের দাপট ধরে রেখেছে দ্য ব্লুজরা।
১ দিন আগেদিনের নির্ধারিত ওভার শেষ হয়ে যাওয়ার পর সময় বাড়িয়েছিলেন আম্পায়াররা। আর এই বাড়তি সময়ের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রানআউট হয়ে সাজঘরে ফিরেন জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা। মুমিনুল হকের থ্রো ভেঙে দেয় উইকেট। আর এর মধ্যদিয়েই নিশ্চিত হয় বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়।
৩ দিন আগেচট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬৪ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। শেষ বিকেলে মাত্র ২০ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।
৩ দিন আগেখুব বড় কোনো অঘটনা না ঘটলে রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন কার্লো আনচেলত্তি। আর তা হতে পারে কাল, পরশু কিংবা এ বছরের জুনে। স্প্যানিশ গণমাধ্যমগুলো সোমবার এমন খবরই দিয়েছে। একই সঙ্গে এটাও জানিয়েছে, আনচেলত্তির ফাঁকা জায়গায় নতুন কাউকে নিতে তোড়ঝোড় চালাচ্ছে স্পেনের চ্যাম্পিয়নরা।
৪ দিন আগেভারতীয় সংবাদ মাধ্যমে ‘টাইমস অব ইন্ডিয়া’ শুক্রবার (২ মে) বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সিরিজ খেলতে নাও আসতে পারে ভারত।
ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা স্বস্তিতে নেই চেলসি। লিগে বর্তমানে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে। তবুও পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত নয়। প্রিমিয়ার লিগে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে না পারলেও কনফারেন্স লিগে নিজেদের দাপট ধরে রেখেছে দ্য ব্লুজরা।
দিনের নির্ধারিত ওভার শেষ হয়ে যাওয়ার পর সময় বাড়িয়েছিলেন আম্পায়াররা। আর এই বাড়তি সময়ের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রানআউট হয়ে সাজঘরে ফিরেন জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা। মুমিনুল হকের থ্রো ভেঙে দেয় উইকেট। আর এর মধ্যদিয়েই নিশ্চিত হয় বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬৪ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। শেষ বিকেলে মাত্র ২০ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।