অনলাইন ডেস্ক

খেলার মাঠে উত্তেজনা নতুন কিছু নয়, বিশেষ করে ক্রিকেটের মতো আবেগপ্রবণ খেলায়। আন্তর্জাতিক পর্যায় হোক বা স্থানীয় টুর্নামেন্ট, খেলোয়াড়দের মধ্যে মাঝে মাঝে ঝগড়াঝাঁটি বা হাতাহাতি দেখা যায়। এমন ঘটনা ঘটলেও কঠোর শাস্তির মুখে পড়তে হয় অভিযুক্ত ক্রিকেটারকে। তবে, বুধবার (২৮ মে) মিরপুর স্টেডিয়ামে দেখা গেছে এমন দৃশ্য।
মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হয়েছে গতকাল। আজ দ্বিতীয় দিনে ম্যাচের মাঝে দুই দলের ক্রিকেটারদের মধ্যে হঠাৎ হাতাহাতি শুরু হয়ে যায়। বাংলাদেশের ইনিংসের ১০৫তম ওভারের ঘটনা। প্রথম বল করার পর রিপন মণ্ডলের দিকে তেড়ে যান প্রোটিয়া স্পিনার সেপো ইনোসেন্ট এনতুলি। রিপন তখন এনতুলিকে থামাতে গিয়েছেন। কিন্তু এনতুলি যে থামার পাত্র নন। উল্টো তিনি রিপনের হেলমেট ধরে টান দিয়েছেন। পরিস্থিতি সামলাতে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে আসেন। তবু রিপন-এনতুলির মধ্যে তর্কযুদ্ধ থামেনি। একপর্যায়ে প্রোটিয়া ক্রিকেটারকে ব্যাট দিয়ে মারতে যান রিপন।
কিন্তু এনটুলি যে থামার পাত্র নন। উল্টো তিনি রিপনের হেলমেট ধরে টান দেন কয়েকদফায়। পরিস্থিতি সামলাতে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে আসেন। একপর্যায়ে এই দুই ক্রিকেটারকে সড়িয়ে দিতেও সক্ষম হন আম্পায়াররা। তবে তখনও থামেননি ক্যারিবীয় এই বোলার। হাত উঁচিয়ে কিছু একটা বলতে থাকেন রিপনকে।
এই ধরনের ঘটনার পর খেলোয়াড়রা সাধারণত স্থির থাকতে পারেন না। তবে রিপন এক্ষেত্রে ঠান্ডা মাথায় এনটুলির পরের বল দারুণভাবে ব্লক করেন।
উল্লেখ্য, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের জন্য এটা সিরিজ নির্ধারণী চার দিনের ম্যাচ। এর আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুই দলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছে। সেই ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

খেলার মাঠে উত্তেজনা নতুন কিছু নয়, বিশেষ করে ক্রিকেটের মতো আবেগপ্রবণ খেলায়। আন্তর্জাতিক পর্যায় হোক বা স্থানীয় টুর্নামেন্ট, খেলোয়াড়দের মধ্যে মাঝে মাঝে ঝগড়াঝাঁটি বা হাতাহাতি দেখা যায়। এমন ঘটনা ঘটলেও কঠোর শাস্তির মুখে পড়তে হয় অভিযুক্ত ক্রিকেটারকে। তবে, বুধবার (২৮ মে) মিরপুর স্টেডিয়ামে দেখা গেছে এমন দৃশ্য।
মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হয়েছে গতকাল। আজ দ্বিতীয় দিনে ম্যাচের মাঝে দুই দলের ক্রিকেটারদের মধ্যে হঠাৎ হাতাহাতি শুরু হয়ে যায়। বাংলাদেশের ইনিংসের ১০৫তম ওভারের ঘটনা। প্রথম বল করার পর রিপন মণ্ডলের দিকে তেড়ে যান প্রোটিয়া স্পিনার সেপো ইনোসেন্ট এনতুলি। রিপন তখন এনতুলিকে থামাতে গিয়েছেন। কিন্তু এনতুলি যে থামার পাত্র নন। উল্টো তিনি রিপনের হেলমেট ধরে টান দিয়েছেন। পরিস্থিতি সামলাতে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে আসেন। তবু রিপন-এনতুলির মধ্যে তর্কযুদ্ধ থামেনি। একপর্যায়ে প্রোটিয়া ক্রিকেটারকে ব্যাট দিয়ে মারতে যান রিপন।
কিন্তু এনটুলি যে থামার পাত্র নন। উল্টো তিনি রিপনের হেলমেট ধরে টান দেন কয়েকদফায়। পরিস্থিতি সামলাতে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে আসেন। একপর্যায়ে এই দুই ক্রিকেটারকে সড়িয়ে দিতেও সক্ষম হন আম্পায়াররা। তবে তখনও থামেননি ক্যারিবীয় এই বোলার। হাত উঁচিয়ে কিছু একটা বলতে থাকেন রিপনকে।
এই ধরনের ঘটনার পর খেলোয়াড়রা সাধারণত স্থির থাকতে পারেন না। তবে রিপন এক্ষেত্রে ঠান্ডা মাথায় এনটুলির পরের বল দারুণভাবে ব্লক করেন।
উল্লেখ্য, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের জন্য এটা সিরিজ নির্ধারণী চার দিনের ম্যাচ। এর আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুই দলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছে। সেই ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত এই লিগ ক্রিস গেইল ও থিসারা পেরেরাদের জন্য মহা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের হোটেলে রেখে, আয়োজকরা শহর ত্যাগ করেছেন
২ দিন আগে
রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল
২ দিন আগে
বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন
৩ দিন আগে
রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের
৩ দিন আগেভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত এই লিগ ক্রিস গেইল ও থিসারা পেরেরাদের জন্য মহা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের হোটেলে রেখে, আয়োজকরা শহর ত্যাগ করেছেন
রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল
বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন
রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের