বাংলাদেশ- জিম্বাবুয়ে টেস্ট: খসে পড়লেন সাদমান

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টাইগারদের

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
বংলাদেশের দুই ওপেনার মাহমুদুল ও সাদমান। ছবি: সংগৃহীত

নতুন বছরে প্রথম টেস্টে টস ভাগ্য বেশ ভালোই বলা যায় টাইগারদের জন্য। প্রথম পরীক্ষায় নিজের পক্ষেই জয় পেলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।

এদিকে বাংলাদেশ নামছে তিন পেসার নিয়ে, নাহিদ রানা খেলছেন। ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গী মাহমুদুল হাসান, স্কোয়াডে থাকলেও একাদশে নেই জাকির হাসান।

তবে এর মধ্যেই সাদমানের একটি উইকেট হারিয়েছে টাইগাররা। ৯ ওভারে ৩১ রান নিয়ে বাংলাদেশ দল ব্যাটিংয়ে রয়েছে। এর আগে প্রথম ৬ ওভারে ২১ রান তুলেছে বাংলাদেশ। চার স্লিপ রেখে নতুন বল হাতে নেওয়া রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি তেমন কোনো চাপই তৈরি করতে পারেননি।

এসময় অবশ্য মাঠে কোনো দর্শক নেই বললেই চলে। একে তো টেস্টের প্রথম দিন, তার ওপর প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

এর আগে সিরিজের প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল আগেভাগেই সিলেটে পৌঁছে প্রস্তুতি সেড়ে নিয়েছে। মাঠের পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধার কমতি নেই। প্রস্তুতি শেষে প্রেস ব্রিফিংয়ে নিজেদের সেরাটা দিয়ে প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আশার কথা জানালেন দুই দলের অধিনায়ক।

এবারের সিরিজটি সম্প্রচার করছে রাষ্ট্রায়ত্ত চ্যানেল বাংলাদেশ টেলিভিশন। মাঠে গিয়ে খেলা দেখতে কিনতে হবে ৫০ টাকা মূল্যে ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট) ও গ্রিন হিল এরিয়ার টিকেট। জুলাই অভ্যুত্থানে সিলেটে পুলিশের গুলিতে নিহত শহিদ সাংবাদিক এটিএম তুরাবের নামে স্থাপিত শহিদ তুরাব স্ট্যান্ডের (পূর্বের ওয়েস্টার্ন গ্যালারি) টিকিটও ৫০ টাকায় কেনা যাবে।

সর্বোচ্চ ৫০০ টাকা টিকিটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের। এছাড়াও ক্লাব হাউস ২৫০, ইস্টার্ন গ্যালারির টিকিট (২ নম্বর গেট) পাওয়া যাবে ১৫০ টাকায়।

২৮ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।

২০০১, ২০০৫, ২০১৪, ২০১৮ এবং ২০২০ সালের পর ষষ্ঠবারের মতো বাংলাদেশ সফর করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশের মাটিতে ১০ টেস্ট খেলে মাত্র দুটিতে জিতেছে সফরকারীরা। টেস্ট ফরম্যাটে মোট ১৮ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। যার মধ্যে বাংলাদেশ আটটিতে জিতেছে এবং সাতটিতে হেরেছে। বাকি তিনটি টেস্ট ড্র হয়েছে।

কারা আছেন বাংলাদেশের একাদশে

মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

ভারতীয় সংবাদ মাধ্যমে ‘টাইমস অব ইন্ডিয়া’ শুক্রবার (২ মে) বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সিরিজ খেলতে নাও আসতে পারে ভারত।

১৪ ঘণ্টা আগে

ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা স্বস্তিতে নেই চেলসি। লিগে বর্তমানে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে। তবুও পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত নয়। প্রিমিয়ার লিগে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে না পারলেও কনফারেন্স লিগে নিজেদের দাপট ধরে রেখেছে দ্য ব্লুজরা।

২১ ঘণ্টা আগে

দিনের নির্ধারিত ওভার শেষ হয়ে যাওয়ার পর সময় বাড়িয়েছিলেন আম্পায়াররা। আর এই বাড়তি সময়ের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রানআউট হয়ে সাজঘরে ফিরেন জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা। মুমিনুল হকের থ্রো ভেঙে দেয় উইকেট। আর এর মধ্যদিয়েই নিশ্চিত হয় বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়।

৩ দিন আগে

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬৪ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। শেষ বিকেলে মাত্র ২০ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।

৩ দিন আগে