টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি

খাগড়াছড়িতে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল

প্রতিনিধি
খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের -২৫ বছর পূর্তি উপলক্ষ্যে খাগড়াছড়িতে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে খাগড়াছড়ি স্টেডিয়াম জিমনেসিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় আয়োজিত অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল খেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসাসক ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

দিনব্যাপী খেলায় বালক ৬ টি ও বালিকা ৬ টি সহ মোট ১২ টি দল অংশ নেয়।

খেলায় জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনিসুল আলম আনিক এর সঞ্চালনায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুছ। প্রধান অতিথি এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, আজকের যারা এই খেলায় অংশ নিচ্ছে তারা হয়তো আগামীতে বড় কোনো দলে খেলবে। এরকম অনেক দৃষ্টান্ত পার্বত্য জেলা খাগড়াছড়ি সন্তানদের রয়েছে জাতীয় পর্যায়ে। এবং খেলায় অংশ গ্রহণকারীদের শুভকামনা প্রত্যাশা করে খেলার শুভ উদ্বোধন করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত এই লিগ ক্রিস গেইল ও থিসারা পেরেরাদের জন্য মহা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের হোটেলে রেখে, আয়োজকরা শহর ত্যাগ করেছেন

২ দিন আগে

রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল

২ দিন আগে

বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন

৩ দিন আগে

রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের

৩ দিন আগে