বন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার তাসকিনের

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

বাংলাদেশের শীর্ষ ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন তারই এক বন্ধু। এতে মিরপুর মডেল থানায় ডানহাতি পেসারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে তাসকিন নিজে বলছেন এমন কিছু করেননি তিনি, তাকে বিব্রত করতেই অপপ্রচার চালানো হচ্ছে।

রোববার দিনগত মধ্যরাতে সিফাতুর রহমান সৌরভ নামের এক বন্ধুকে তাসকিন মারধর করেছেন বলে অভিযোগ উঠে। এই ক্রিকেটার সেসময় মদ্যপ অবস্থায় ছিলেন বলেও একটি গণমাধ্যমে জানান সৌরভ।

তাসকিনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি হয়েছে বলেছে মিরপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা রাজিব হোসেন নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'তাসকিনের বিরুদ্ধে একটা জিডি হয়েছে। তবে এই মুহুর্তে আর বিস্তারিত কিছু বলতে পারছি না।'

অভিযোগকারী সৌরভ বলেছেন, তাকে কিল-ঘুষি মেরে জখম করেন তাসকিন। পরে তিনি শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তাসকিন বলেছেন, 'এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ ভাই। আমি পারিবারিক কাজে ব্যস্ত, আমি কাউকে মারিনি। আমাকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে।'

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন তারাও গণমাধ্যম থেকে খবরটি জেনেছেন, বিস্তারিত জেনে তারা শৃঙ্খলাভঙ্গের বিষয় খতিয়ে দেখবেন, 'তাসকিনের ব্যাপারে একটা খবর আমরা দেখেছি। আপনাদের মাধ্যমেই জেনেছি। পুরো বিষয়টা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। তাসকিনের সঙ্গে এখনো আমাদের কথা হয়নি। আমরা আগে খোঁজ নিব, জানব। তারপর প্রয়োজন হলে তদন্ত করব, আলোচনা করব। আমি সকালে ফাহিম (নাজমুল আবেদিন) ভাইয়ের সঙ্গেও আলাপ করেছি। শৃঙ্খলাভঙ্গের কোন বিষয় পেলে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব।'

তাসকিন বিসিবির একমাত্র এ+ ক্যাটাগরির ক্রিকেটার। চলতি চুক্তিতে সবচেয়ে বেশি বেতন পান তিনি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম বাস মিস করা নিয়েও বিতর্কে জড়িয়েছিলেন তাসকিন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত এই লিগ ক্রিস গেইল ও থিসারা পেরেরাদের জন্য মহা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের হোটেলে রেখে, আয়োজকরা শহর ত্যাগ করেছেন

১৮ ঘণ্টা আগে

রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল

২১ ঘণ্টা আগে

বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন

২ দিন আগে

রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের

২ দিন আগে