বিসিবি সভাপতির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ৮ পরিচালকের চিঠি

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
আপডেট : ০৬ জুন ২০২৫, ১৫: ২৯
Thumbnail image
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন বোর্ডের আটজন পরিচালক। আজ পাঠানো এ যৌথ চিঠিতে ফারুকের বোর্ড সদস্যপদ বাতিলের জন্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

চিঠিতে অনাস্থা জানানোর কারণও উল্লেখ করেছেন ওই পরিচালকরা।

ফারুকের বিরুদ্ধে চিঠি দেয়া ৮ পরিচালক হলেন- নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা, মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, মাহবুব উল আলম, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মো. মনজুর আলম ও মো. সালাহউদ্দিন চৌধুরী। একমাত্র আকরাম খান সেই চিঠিতে স্বাক্ষর করেননি।

বুধবার (২৮ মে) রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন ফারুক আহমেদ। পরদিন জানান, বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না তিনি।

সভাপতির দায়িত্ব গ্রহণের পর বোর্ডের বিভিন্ন কমিটি পুনর্গঠনে ৫ মাস দেরি করার ব্যাপারটি চিঠিতে বলা হয়েছে। বোর্ড পরিচালকদের না জানিয়ে ফারুক এককভাবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও একের পর এক দায়িত্বজ্ঞানহীন কাজ করে আসছেন বলেও অভিযোগ করা হয় পরিচালকদের পক্ষ থেকে।

পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা না করে একক সিদ্ধান্তে জাতীয় দলের সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহেকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বোর্ড সভাপতি, এমন গুরুতর অভিযোগও করা হয়েছে চিঠিতে।

এছাড়া বোর্ডের নানা নিয়োগ ও দুর্নীতিগ্রস্থদের ছাঁটাই না করা, বিপিএল নিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগও করা হয় ফারুক আহমেদের বিরুদ্ধে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ। বোর্ড পরিচালক হিসেবে তিনি, নাজমুল আবেদীন ফাহিমসহ একাধিক নতুন মুখকে দেখা যায় বিসিবির দায়িত্বে। পরবর্তীতে সম্মিলিত সিদ্ধান্তে ফারুক আহমেদ হন বিসিবির সভাপতি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

ম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে

৮ ঘণ্টা আগে

পেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।

১ দিন আগে

এশিয়ান অভিযান ছিল চ্যালেঞ্জিং, তবে তাৎপর্যপূর্ণ জয়েও ভরপুর— যেমন ভারতের আইএসএলের শক্তিশালী দল মোহন বাগান সুপার জায়ান্টকে হারানো, অথবা সম্প্রতি সিরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব আল-কারামাহকে একমাত্র গোলে পরাজিত করা

১ দিন আগে

ভারতীয় সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে, আগামী ১২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো ভারতের মাটিতে পা রাখছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। সেইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

২ দিন আগে