সান্তোসে নেইমারের প্রথম গোলো বিজয়

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

সম্ভবত ফিলিপে লুইসকে আগেই গোল করার কথা বলে রেখেছিলেন নেইমার। গোলের পর তার উদ্‌যাপনে তেমনটা মনে হলো। ব্রাজিলিয়ান সিরি আ-তে আজ ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে সান্তোসের জয়ের মূল কারিগর নেইমার। ৮৪ মিনিটে তার দারুণ ফিনিশিং থেকে ১-০ গোলে জিতেছে সান্তোস।

ব্রাজিল জাতীয় দলে দীর্ঘদিন নেইমারের সতীর্থ ছিলেন লুইস। ৩৯ বছর বয়সী লুইস ২০২৩ সালে অবসর নেওয়ার পর নেমে পড়েছেন কোচিংয়ে।

দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়া বিপক্ষে গত সপ্তাহে প্রীতি ম্যাচে গোল করার পাশাপাশি গোল করিয়ে নেইমার বলেছিলেন, তিনি ‘আগের চেয়ে অনেক ভালো বোধ করছেন।’ সান্তোসের হয়ে মাঠে আজ সেটিই দেখা গেল ব্রাজিলিয়ান তারকার কাছ থেকে। প্রথম মিনিটেই ফ্ল্যামেঙ্গোর দুই ডিফেন্ডারকে ছিটকে ফেলে চেলসি থেকে সান্তোসে ধারে আসা ফরোয়ার্ড দেইভিদ ওয়াশিংটনের গোলের দারুণ সুযোগ তৈরি করে দিয়েছিলেন নেইমার।

চলতি মৌসুমে ১৩ ম্যাচে এ নিয়ে ৪ গোল করলেন নেইমার। সিরি আ এর চলতি মৌসুমে এটি তাঁর প্রথম গোল।

জয়ের পর সান্তোস ফরোয়ার্ড বলেন, ‘আমি প্রতিটি ম্যাচেই ৯০ মিনিট খেলতে চাই। শারীরিকভাবে আরও ফিট হয়ে উঠতে চাই। সে জন্য সময়ের প্রয়োজন। যে চোটে ভুগেছি, সেখান থেকে সেরে ওঠা সহজ না। তবে রক্ষণ ও আক্রমণে দলকে সাহায্য করতে পেরে ভালো লাগছে। এখনো শতভাগ ফিটনেস ফিরে পাইনি তবে উন্নতি করছি

দক্ষিণ আমেরিকার ফুটবলের পরিসংখ্যানভিত্তিক এক্স হ্যান্ডলগুলো জানিয়েছে, ক্যারিয়ারে এ নিয়ে ৭০০ গোলে অবদান রাখলেন নেইমার। ২৫৭ গোলের পাশাপাশি ৪৪৩ গোল করিয়েছেন তিনি।

ব্রাজিলিয়ান সিরি আ-তে পরপর দুই ম্যাচ জিতে ১৩ ম্যাচে মোট ১৪ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে উঠে এল সান্তোস। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্ল্যামেঙ্গো।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফুটবল নিয়ে আরও পড়ুন

এবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দুঃসাহসিক কীর্তি গড়লেন বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল।

১৯ ঘণ্টা আগে

ওভারের শেষ দিকে তিনি দুই দিক থেকে বল করে (ওভার ও রাউন্ড দ্য উইকেট) বারবার লাইন মিস করেন। শেষ পাঁচটি বল ছিল টানা ওয়াইড, যার মধ্যে কিছু বল তো প্রায় পিচের বাইরেই পড়ে

২১ ঘণ্টা আগে

আগামী শনিবার দিবাগত রাতে কোপার শিরোপা নির্ধারণী ফাইনালে লড়বে ব্রাজিল ও কলম্বিয়ার মেয়েরা। অবশ্য এই দুটি দেশই গ্রুপপর্বে একসঙ্গে ছিল, পরস্পরের দেখায় খেলার নিষ্পত্তি হয় ড্র দিয়ে। এখন পর্যন্ত উভয় দলই অপরাজেয়। ব্রাজিল ৫ ম্যাচের চারটিতে (আরেকটি ম্যাচ ড্র) এবং কলম্বিয়া তিন ম্যাচে (ড্র দুটিতে) জিতেছে

১ দিন আগে

কোনো সফরে হারের মুখ না দেখে সবচেয়ে বেশি জয় পাওয়ার তালিকায় অস্ট্রেলিয়ার এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরটি আছে যৌথভাবে তালিকায় দুইয়ে। কোনো ম্যাচ না হেরে এক সফরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড ভারতের। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে তারা সব সংস্করণ মিলিয়ে স্বাগতিকদের সব মিলিয়ে ৯-০ ব্যবধানে হারিয়েছিল

২ দিন আগে